কলকাতা: 'আমার মা আমায় বলেছিলেন প্যাট, যাও বিশ্বকে দেখিয়ে তুমি কে। কেউই না কেউ তো এইগুলি (ট্রফিগুলি) জিতে সাফল্য অর্জন করবেই। তুমিই হয়তো সেই ভাগ্যবান ব্যক্তি হলে।' ('Pat, go and take on the world. Someone's going to go and do these wonderful things, it might as well be you'), প্যাট কামিন্সকে (Pat Cummins) ঠিক এই কথাগুলিই বলেছিলেন তাঁর মা। অস্ট্রেলিয়ান ক্রিকেটকে নিয়ে তৈরি এক তথ্যচিত্রে এমনটাই জানান কামিন্স। দুর্ভাগ্যবশত কামিন্সের মা গত বছরই ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর পরলোক গমন করেন। কিন্তু তারপর থেকে কামিন্সের সাফল্যের খতিয়ান দেখলে তাক লেগে যাওয়া খুব স্বাভাবিক।


বিগত এক বছরে অধিনায়ক প্যাট কামিন্স অস্ট্রেলিয়ার হয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছেন। অ্যাসেজ ট্রফি ধরে রেখেছেন, জিতেছেন ৫০ ওভারের বিশ্বকাপও। আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন অজ়ি অধিনায়ক। এবার ক্যাপ্টেন কামিন্সের সামনে নিজের দুরন্ত সিভিতে আরও এক খেতাব যোগ করার হাতছানি। রবিবাসরীয় সন্ধ্যায় আইপিএলের ফাইনালে (IPL 2024 Final) কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ (KKR vs SRH)। যে দলের নেতৃত্বে রয়েছেন কামিন্স।


মরশুম শুরুতে এইডেন মারক্রামকে থেকে কামিন্সের হাতে নেতৃত্ব তুলে দিয়েছিল সানরাইজার্স। এই প্রথমবার কোনও আইপিএল ফ্র্যাঞ্চাইজির অধিনায়কত্ব পান কামিন্স। আর প্রথম সুযোগেই কামিন্স প্রমাণ করে দিলেন কেন তাঁকে অধিনায়ক হিসাবে এত গণ্য করা হয়। গত বছর যে দল লিগ তালিকায় সবার নীচে শেষ করেছিল, সেই দলকেই আইপিএলের ফাইনালে তুললেন কামিন্স। রবিবাসরীয় ফাইনালের পর কামিন্স এবং সানরাইজার্সই কি শেষ হাসি হাসবে?


ইতিহাস কিন্তু কামিন্সের পক্ষেই। ২০২১ সালের ২৬ নভেম্বর কামিন্স ৪৭তম অস্ট্রেলিয়ান টেস্ট অধিনায়ক নির্ধারিত হন। তারপর থেকে বারংবার প্রথম সুযোগেই সাফল্য। তা সে টেস্ট ম্যাচ হোক বা বিশ্বকাপ। ২০২১-২২ সালে নিজের প্রথম অ্যাসেজ টেস্টে পাঁচ উইকেট নেন কামিন্স। এটিই টেস্ট অধিনায়ক হিসাবে তাঁর প্রথম ম্যাচ ছিল। সেই ম্যাচসহ সিরিজ়ও জেতে অস্ট্রেলিয়া। এই ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে অধিনায়ক হিসাবেও আত্মপ্রকাশ ঘটান কামিন্স। সেই ম্যাচে ছয় উইকেটে জয় পায় অস্ট্রেলিয়া। সিরিজ় জেতে ৩-০। প্রথম ৫০ ওভারের বিশ্বকাপ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল সবেই জয় পেয়েছে কামিন্সের নেতৃত্বাধীন দল।


এই ধারা যদি বজায় থাকে তাহলে কিন্তু রবিবারও অধিনায়ক হিসাবে নিজের প্রথম আইপিএল ফাইনালে কামিন্সের হাতেই ট্রফি উঠতে চলেছে। তবে শ্রেয়সের নেতৃত্বাধীন নাইট শিবির সেই বিজয়রথ থামাতে বদ্ধপরিকর হয়েই মাঠে নামবেন। সেই লক্ষ্যে তাঁরা আদৌ সফল হন কি না, সেটাই দেখার।