কলকাতা: মাতৃহারা হলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই খবর দিলেন অভিনেত্রী। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেত্রীর মা। ফলে এবারের জন্মদিনও অপরাজিতা কাটান মায়ের সঙ্গেই।
মাতৃহারা অপরাজিতা
গত ২২ ফেব্রুয়ারি জন্মদিন ছিল অভিনেত্রী অপরাজিতা আঢ্যর। প্রত্যেক বছর বন্ধুবান্ধবদের সঙ্গে হুল্লোড় করে এই বিশেষ দিন পালন করলেও এবারে থেকেছিলেন মায়ের সঙ্গে। অসুস্থ মায়ের হাত ধরেই জন্মদিন কাটান। মায়ের সঙ্গে কাটানো এই বছরের জন্মদিনই শেষ জন্মদিন হয়ে রইল। আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রীর মা।
এবিপি লাইভের তরফে জন্মদিন উপলক্ষ্যে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে অপরাজিতা বলেন, 'প্রত্যেক বছর এই দিনটা বন্ধুরা বাড়িতে আসে। ছাদেই আয়োজন করা হয় ছোট্ট পার্টির। আনন্দে, মজায় খুব ভালই কাটে দিনটা। তবে এবার সেই পার্টিটা হবে না। আমি কাল রাতেই ফিরেছি এষা থেকে। আজ মায়ের কাছে যাব, হাওড়ায়। খুব অসুস্থ মা, শয্যাশায়ী। মায়ের সঙ্গে হয়তো এটাই আমার শেষ জন্মদিন।' আর তাইই হল। জন্মদিনের ঠিক পাঁচ দিনের মাথায় তাঁকে ছেড়ে গেলেন মা। অভিনেত্রীর পোস্টেই জানা গেল, সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
অন্যদিকে, ছোটবেলায় তাঁর নাম ছিল সুমনা, পরবর্তীকালে সেটা বদলে রাখা হয়েছিল অপরাজিতা। 'স্বাস্থ্যবতী' বলে ছবি থেকে বাদ দিয়েছিলেন অনেক পরিচালক, তিনি ভেবেছিলেন, বড়পর্দা নেই, টেলিভিশনই তাঁর অভিনয়ের মাধ্যম হয়ে থাকবে। নাচ ভালবাসতেন, ১৩ বছর বয়সে প্রথম অভিনয় শুরু করেছিলেন নাচ দিয়েই। জন্ম থেকেই জীবনটা কার্যত যুদ্ধ ছিল তাঁর কাছে, আজ তিনি দর্শকদের ভালবাসা কেড়েছেন অভিনয় দক্ষতায়, ব্যবহারে। তিনি অপরাজিতা আঢ্য।
আরও পড়ুন: Akshay Kumar: 'আমি পরপর ১৬টা ফ্লপও দেখেছি, দোষ আমার', 'সেলফি'র অসাফল্যের পর বললেন অক্ষয় কুমার
জীবনটা নেহাৎ সহজ সরল খাতে বয়ে যায়নি অভিনেত্রীর। নাচ করতে ভালবাসতেন তিনি। যখন বয়স মাত্র ১৩, তখন পাড়ার এক দাদা তাঁকে গরীব শিশুদের নাচ শেখানোর দায়িত্ব দেন। বাড়িতে মায়ের কিছুটা আর্থিক সাহায্য হবে ভেবে রাজিও হয়ে যান অপরাজিতা। সেই শুরু। অভিনয়ের পাশাপাশি তাঁর একটি নাচের গ্রুপও রয়েছে। সাফল্যের সঙ্গে নৃত্যচর্চাও করেন অভিনেত্রী।