কলকাতা: ইতিমধ্যেই তিনি একাধিক চরিত্রে অভিনয় করে ফেলেছেন বড়পর্দা, ছোটপর্দা এমনকি ওয়েব সিরিজেও। শুধু অভিনয় করেছেন বললে ভুল হবে, দর্শকদের যথেষ্ট মন ছুঁয়ে গিয়েছে তাঁর সেই সমস্ত চরিত্রই। কিন্তু 'রানি রাসমণি'-র জনপ্রিয়তা যেন এখনও টপকাতে পারেনি বাকি কোনও চরিত্রই। ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পরে, বছর ঘুরলেও দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) এখনও যেন মানুষের মনে সেই রানি রাসমণিই। আর তাই, আজকে ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে দিতিপ্রিয়া নিজের একেবারে অন্যরকম লুকের যে ছবি শেয়ার করে নিয়েছেন, তাই নিয়েই আপত্তি নেটদুনিয়ার একাংশের।
ঠিক কী বিষয়টা? আজ পবিত্র ঈদ। সোশ্যাল মিডিয়ায় অনেক অভিনেতা অভিনেত্রীই আজকের দিনটির শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে। সেই রীতি মেনে দিতিপ্রিয়াও নিজের ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছিলেন তাঁর অনুরাগীদের। মাথায় হিজাবের মতো করে একটি ওড়না দিয়েছিলেন তিনি। সাধারণত এভাবে মাথা ঢাকার প্রচলন রয়েছে মুসলিম নারীদের। আর তাই, দিতিপ্রিয়ার এই সাজকে কটাক্ষ করেছেন নেটিজেনদের একাংশ।
আজ দিতিপ্রিয়ার এই ছবি দেখে সোশ্যাল মিডিয়ায় এক অনুরাগী মন্তব্য করেন, 'শুভেচ্ছা জানাতে গেলেই কি মুসলিম সাজতে হবে'! অনেকে আবার লিখেছেন, 'রাসমণি ম্যাডাম, আনফলো করলাম।' এছাড়াও একাধিক কুরুচিকর মন্তব্যে ভরে উঠেছে দিতিপ্রিয়ার কমেন্ট বক্স। একরকম বাধ্য হয়েই নিজের কমেন্টবক্স সীমিত করে দিয়েছেন দিতিপ্রিয়া। অধিকাংশ মন্তব্যেই তাঁকে বারে বারে মনে করিয়ে দেওয়া হয়েছে তাঁর রানি রাসমণি ইমেজের কথা।
তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার বিভিন্ন পোশাক ও ছবি নিয়ে ট্রোলিংয়ের স্বীকার হতে হয়েছে দিতিপ্রিয়াকে। এই বিষয়ে এবিপি লাইভের সঙ্গে কথা বলতে গিয়ে দিতিপ্রিয়া সাফ জানিয়েছিলেন, তিনি যতদিন ছোটপর্দায় রানি রাসমণির অভিনয় করেছিলেন, ততদিন তিনি সেই চরিত্রকে নিজের মধ্যে ধারণ করেছিলেন। ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পরেও সেই চরিত্র থেকে বেরিয়ে আসতে সময় লেগেছিল তাঁর। তবে তিনি পেশায় অভিনেত্রী। তাই অভিনয়ের প্রয়োজনে বা নিজের ইচ্ছামতো পোশাক পরার মধ্যে তিনি কোনও খারাপ দেখেন না। ভবিষ্যতেও চরিত্রের প্রয়োজনে তিনি বিভিন্ন সাজপোশাক করতেই পারেন। সেক্ষেত্রেও সোশ্যাল মিডিয়া ট্রোলিং তাঁর কাছে গুরুত্বপূর্ণ হবে না।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।