নয়াদিল্লি: জল্পনার অবসান। যৌথ বিবৃতিতে (joint statement) বিচ্ছেদের কথা ঘোষণা করলেন অভিনেত্রী এষা দেওল (Esha Deol) ও ভরত তখতানি (Bharat Takhtani)। বহুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে তাঁদের বিচ্ছেদ হয়েছে। তাতেই সিলমোহর দিলেন ধর্মেন্দ্র-হেমা কন্যা। 


বিচ্ছেদের গুঞ্জনে সিলমোহর এষা দেওলের


এক জাতীয় বিনোদন সংস্থা সূত্রে খবর, বিবৃতিতে অভিনেত্রী বলেছেন, 'আমরা যৌথভাবে ও বন্ধুত্বপূর্ণভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের জীবনের পরিবর্তনের এই সময়ে, আমাদের একমাত্র নজর রাখার বিষয় আমাদের দুই সন্তানের ভাল থাকা ও তারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন। আমাদের গোপনীয়তাকে সম্মান জানানো হবে আশা করছি।'


এর আগে রেডিটে একটি পোস্ট ভাইরাল হয়। যেখানে দাবি করা হয় যে এষা ও ভরত সম্ভবত আলাদা হয়ে গিয়েছেন। এর কারণ হিসেবে দেখানো হয় যে শেষ কয়েকটি ইভেন্টে বা প্রকাশ্যে যেখানে এষাকে দেখা গেছে কোথাওই তাঁর স্বামী ছিলেন না সঙ্গে। 


এষা দেওল ও ভরত তখতানির বিয়ে হয় ২০১২ সালে। ২০১৭ সালে তাঁরা প্রথম অভিভাবক হন। কোলে আসে তাঁদের প্রথম সন্তান রাধ্যা। ২০১৯ সালে তাঁদের দ্বিতীয় সন্তান, মীরায়ার জন্ম হয়। অবশেষে স্তব্ধ হল প্রায় ১১ বছরের দীর্ঘ পথচলা। গত বছর জুন মাসে এষা ও ভরত তাঁদের বিবাহবার্ষিকী উদযাপন করেন। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান এষা। 


 






আরও পড়ুন: 'Bastar-The Naxal Story' Teaser: ফের সুদীপ্ত সেনের পরিচালনায় আদাহ শর্মার ফিল্ম, প্রকাশ্যে 'বস্তার-দ্য নকশাল স্টোরি'র টিজার


২০২০ সালে প্রকাশিত এষার অভিভাবকত্ব সংক্রান্ত বইতে, তিনি লিখেছিলেন যে দ্বিতীয় সন্তান হওয়ার পরে ভরত খানিক 'অবহেলিত' বোধ করতেন। এষা, তাঁর 'আম্মা মিয়া' বইতে লিখেছিলেন, 'আমার দ্বিতীয় সন্তানের পর, অল্প সময়ের জন্য, লক্ষ্য করেছিলাম যে ভরত আমার ওপর খুব বিরক্ত হয়ে যেত। ওঁর মনে হয়েছিল যে আমি ওঁর প্রতি যথেষ্ট মনোযোগ দিচ্ছি না। একজন স্বামীর পক্ষে এইরকম অনুভব করা খুবই স্বাভাবিক কারণ সেই সময়ে, আমি রাধ্যার প্লেস্কুল নিয়ে ও মীরায়াকে খাওয়ানো নিয়েই ব্যস্ত থাকতাম। সেই সঙ্গে আমি আমার বই লেখা এবং আমার প্রোডাকশন মিটিংগুলোর কাজ চলত। তাই ও অবহেলিত বোধ করত এবং আমি সঙ্গে সঙ্গে আমার পদ্ধতিতে ত্রুটি লক্ষ্য করি।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।