নয়াদিল্লি: কুকুরের বিস্কুট মানুষকে খেতে দিয়েছেন বলে অভিযোগ তুলেছে বিজেপি। মানুষের হাতে কুকুরের বিস্কিট তুলে দেওয়ার ভিডিও-ও সামনে এনেছে তারা। সেই নিয়ে শোরগোলের মধ্যেই 'আসল ঘটনা' খোলসা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী (Rahul Gandhi)। জানালেন, কুকুরের বিস্কিট কাউকে খেতে দেননি তিনি। তাঁর হাতে খেতে চাইছিল না কুকুরটি। তাই কুকুরটির মালিকের হাতে বিস্কিট তুলে দেন, যাতে তিনি খাওয়াতে পারেন। (Rahul Gandhi Viral Video)


ঝাড়খণ্ডে 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' চলাকালীন রাহুলের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে আসে, তাতে পোষ্যের জন্য বরাদ্দ বিস্কিট এক ব্যক্তির হাতে তুলে দিতে দেখা যায় রাহুলকে। বিজেপি-র আইটি সেলের প্রধান অমিত মালব্য ওই ভিডিও-র কিছু অংশ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিযোগ করেন, 'কুকুরকে বিস্কিট খাওয়াচ্ছিলেন রাহুল। কুকুর না খেতে চাইলে, ওই বিস্কিট দলের এক কার্যকর্তাকে দেন রাহুল। যে দলের অধ্যক্ষ তথা যুবরাজ কার্যকর্তার সঙ্গে কুকুরের মতো ব্যবহার করেন, সেই দল বিলুপ্ত হয়ে যাওয়াই স্বাভাবিক'।



আরও পড়ুন: Rahul Gandhi: একা লড়াইয়ের ঘোষণা মমতার, আগের অবস্থানেই কংগ্রেস, এবার মুখ খুললেন রাহুল


বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যেতে সময় লাগেনি। সোশ্যাল মিডিয়াতেও ভিডিওটি ভাইরাল হয়ে যায়। মঙ্গলবার সেই নিয়ে প্রশ্ন করলে, নিজের বক্তব্য তুলে ধরেন রাহুল। তিনি বলেন, "মালিক নিজের পোষ্যকে নিয়ে এসেছিলেন। আমি বিস্কিট দিতে গেলে ভয় পেয়ে গিয়েছিল, কাঁপছিল। বিস্কিট খাচ্ছিল না। তাই ওই পোষ্যের মালিকের হাতেই বিস্কিট তুলে দিই আমি, যাতে উনি খাওয়াতে পারেন। এতে কী সমস্যা?"



সোশ্যাল মিডিয়ায় বিজেপি যে ভিডিও শেয়ার করেছে, সেটি স্বল্পদৈর্ঘ্যের। পূর্ণাঙ্গ যে ভিডিওটি সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, কুকুরটি রাহুলের হাত থেকে বিস্কিট খেতে চাইছে না। তাতে পাশের এক ব্যক্তির হাতে বিস্কিট তুলে দেন রাহুল। এর পর কুকুরটি ওই ব্যক্তির হাতই খুঁটিয়ে দেখতে থাকে। ওই ব্যক্তি সেই সময় রাহুলের সঙ্গে আলাপচারিতা জমান। 


সংবাদমাধ্যমে এ নিয়ে মুখ খুলেছেন ওই ব্যক্তিও। পোষ্যটিকে কোলে নিয়ে তাঁকে বলতে শোনা যায়, "আমার পোষ্য রাহুল স্যরের সঙ্গে ছবি তুলেছে। ওকে বিস্কিটও দিয়েছেন রাহুল।" স্বভাবতই বিজেপি মিথ্যে খবর ছড়াচ্ছে বলে অভিযোগ তুলতে শুরু করেছে কংগ্রেস। তাদের দাবি, রাহুলকে বদনাম করতে বিকৃত ভিডিও পোস্ট করা হয়েছে। মিথ্যে দাবি করা হচ্ছে।