কলকাতা:  কাজলের নতুন ওয়েব সিরিজ 'দ্য ট্রায়াল' (The Trial)-এর ট্রেলার মুক্তির পর থেকেই চড়ছিল উন্মাদনার পারদ। এই সিরিজে একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। কাজলের স্বামীর চরিত্রে এই সিরিজে দেখা যাবে  যিশু সেনগুপ্তকে। সম্প্রতি এই বিষয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, 'আমি বিশ্বাস করি আপনি যেখানেই থাকুন না কেন, যতক্ষণ আপনি নিজের মতামত প্রকাশে কুন্ঠিত বোধ করবেন না, ততক্ষণ আপনার কথা শোনা হবে।' 


এই সিরিজে কাজলের চরিত্রের নাম নয়নিকা। এপ্রসঙ্গে তিনি আর বলেন,'আমি সেই দৃশ্যটি পছন্দ করি যেখানে নয়নিকা বসে তার মেয়েকে বলে যে সব ঠিক হয়ে যাবে। এটি সিরিজের এমন একটি মুহূর্ত যেটা আমার সবথেকে ভালবাসার।'


আরও পড়ুন...


বর্ষার আর্দ্রতায় নষ্ট হচ্ছে বাড়ির কাঠের আসবাব? জেনে নিন কীভাবে নেবেন যত্ন


কাজল জানান, "আরেকটা মুহূর্ত আছে, যখন নয়নিকা বিশালের চরিত্রের কাছে যায় এবং তাকে বলে 'আপনি কখনো জিজ্ঞেস করেননি আমি কি চাই, অনুগ্রহ করে আমার জীবনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন না'।  আমি মনে করি এটি নয়নিকার কাছে অন্য়তম অনুপ্রেরণা।  যে সে চায় না অন্য় কেউ তার জীবনের জন্য সিদ্ধান্ত নিক।'


উল্লেখ্য়, এই সিরিজে যিশুর চরিত্রের নাম রাজীব। ট্রেলারের শুরুতে দেখানো হয়, অ্যাডিশনাল বিচারক রাজীব সেনগুপ্তকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি ঘুষ হিসেবে শারীরিক সম্পর্কে জড়িত হয়েছেন একাধিক নারীর সঙ্গে। এই অভিযোগে, বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় তাঁকে। আর তারপরেই কাজলের পরিবারে নেমে আসে অন্য়রকম পরিস্থিতি। 


জেল হেফাজত হয় যিশুর, অন্যদিকে কাজল খুঁজে নেয় এক অন্য জীবন। আইনজীবী হিসেবে যোগদান করেন তিনি। কিন্তু তারপরে অন্যধারায় বইতে থাকে তাঁর জীবন। কিছু বন্ধু, কিছু শত্রু... কে সত্যি বলছে, কে মিথ্যে.. সেই ধারায়, ওঠাপড়ার মধ্যেদিয়েই এগোতে থাকে তাঁর জীবন। হঠাৎ জেল হেফাজত থেকে স্বামী রাজীব নয়নিকাকে ফোন করে আবেদন করে তাঁর হয়ে লড়াই করার জন্য। তারপর? উত্তর মিলবে 'দ্য ট্রায়াল' সিরিজে। 


প্রসঙ্গত, এই সিরিজের প্রচারেই সোশ্যাল মিডিয়ায় এক অভিনব পন্থা নিয়েছিলেন কাজল।






তবে পরের দিনই সমস্ত ছবি সরিয়ে নেওয়ার কারণ খোলসা করেন অভিনেত্রী।  পাশাপাশি শেয়ার করে নেন এই নতুন ওয়েব সিরিজের মোশন পোস্টারও। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial