কাজল নিজের ছেলে মেয়েদের সঙ্গে প্রায়ই নানারকম ছবি শেয়ার করেন। মাঝে মাঝে নেটিজেনরা ট্রোলও করে থাকেন নিশাকে। সেটা যে মা কাজল বা বাবা অজয়ের একেবারেই অপছন্দ, তা বারবার বুঝিয়েও দিয়েছেন তাঁরা। জন্মদিনে মেয়ের সঙ্গে নিজস্বী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন কাজল
web desk, ABP Ananda | 21 Apr 2019 10:47 AM (IST)
মেয়ে নিশার সঙ্গে নিজস্বী শেয়ার করলেন কাজল, সঙ্গে আবেগী বার্তা।
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 85
মুম্বই: ১৬ বছরে পা দিল কাজল ও অজয় দেবগণের মেয়ে নিশা। শনিবার ছিল তার জন্মদিন। ওইদিন মেয়ের সঙ্গে একটা মিষ্টি ছবি শেয়ার করলেন কাজল। ছবিটির সঙ্গে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী লিখেছেন, 'এখনও আমি আমার হাতে তোমায় অনুভব করতে পারি। আমার মনে হয় না, এটা কোনওদিন বদলে যাবে। তুমি যতই বড় হয়ে যাও না কেন, তুমি সবসময় আমার হৃদস্পন্দন হয়ে থাকবে।' মেয়ের সঙ্গে নিজস্বীতে দুজনকেই লাগছে বেশ!