ছবিটির সঙ্গে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী লিখেছেন, 'এখনও আমি আমার হাতে তোমায় অনুভব করতে পারি। আমার মনে হয় না, এটা কোনওদিন বদলে যাবে। তুমি যতই বড় হয়ে যাও না কেন, তুমি সবসময় আমার হৃদস্পন্দন হয়ে থাকবে।'
মেয়ের সঙ্গে নিজস্বীতে দুজনকেই লাগছে বেশ!
কাজল নিজের ছেলে মেয়েদের সঙ্গে প্রায়ই নানারকম ছবি শেয়ার করেন। মাঝে মাঝে নেটিজেনরা ট্রোলও করে থাকেন নিশাকে। সেটা যে মা কাজল বা বাবা অজয়ের একেবারেই অপছন্দ, তা বারবার বুঝিয়েও দিয়েছেন তাঁরা।