মুম্বই: সদ্য করোনা থেকে সেরে উঠেছেন সোনু সুদ। মাত্র ৫ দিনেই কোভিডের থাবা থেকে মুক্তি পেয়েছেন তিনি। করোনা আক্রান্ত হওয়ার কিছুদিন আগেই টিকা নিয়েছিলেন সোনু। আর সেই টিকাই তাড়াতাড়ি সেরে উঠতে সাহায্য করেছে সোনু সুদকে। এমনটাই দাবি করলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। ট্যুইট করে সোনু সুদের কাছে টিকাকরণে উৎসাহ দেওয়ার দাবি জানালে বলিউডের 'কুইন'।


সম্প্রতি ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন সোনু সুদ। পঞ্জাবের টিকা কর্মসূচীর ব্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করা হয়েছিল তাঁকে। এর কিছুদিন পরেই করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি দিয়ে তিনি লিখেছিলেন, 'করোনা পজিটিভ। মেজাজ আর প্রাণশক্তি সুপার পজিটিভ।' সেই সঙ্গে তিনি আরও লেখেন, ' আজ সকালে আমার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। নিয়ম অনুযায়ী আমি ইতিমধ্যেই নিভৃতবাসে রয়েছি সবার থেকে আলাদা হয়ে। পর্যাপ্ত দেখাশোনার মধ্যেই রয়েছি। কিন্তু আপনারা চিন্তা করবেন না। এর ফলে আমি আপনাদের সবাইকে সাহায্য করার আরও বেশি করে সময় ও সুযোগ পাব। আপনাদের সবার সমস্যার আরও বেশি করে সমাধান করার চেষ্টা করব আমি। মনে রাখবেন, আমি সবসময় আপনাদের পাশে রয়েছি।'


এর ঠিক ৫ দিন সোশ্যাল মিডিয়ায় নিজেই ট্যুইট করে সুস্থতার খবর জানান তিনি। সেই সঙ্গে ট্যুইট করেন নিজের একটি মন ভালো করা ছবি। হাসি মুখে সেখানে ভিকট্রি ও নেগেটিভ চিহ্ন হাত দিয়ে দেখাচ্ছেন তিনি। সোনুর সুস্থতার খবরে সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ল শুভকামনায়, শুভেচ্ছাবার্তায়।


সোনুর এই ট্যুইটটি রিট্যুইট করেছেন কঙ্গনা রানাউত। সুস্থ হয়ে ওঠার জন্য সোনুকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সেইসঙ্গে লিখেছে, 'সোনু জি, আপনি ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন। আমার মনে হয় সেজন্যই আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছেন। এটা ভারতীয় ভ্যাকসিনেরই কেরামতি। আমার মনে হয় আপনার উচিত জনগণকে ভ্যাকসিন নিতে উৎসাহিত করা উচিত।'



সম্প্রতি ২৫ বছরের ভারতী কোভিড আক্রান্ত যুবতীর চিকিৎসার ব্যবস্থা করেছেন সোনু সুদ। এই ভাইরাস নষ্ট করে দিয়েছে তাঁর ফুসফুসের ৮৫ থেকে ৯০ ভাগ। সোনুর সাহায্য নিয়েই নাগপুরের হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। কিন্তু সেখানকার চিকিৎসকরা জানান, ভারতীর ফুসফুসের যত্ন নেওয়া অসম্ভব হয়ে পড়ছে। চিকিৎসার জন্য তাঁকে হায়দরাবাদ নিয়ে যেতে পারলে ভালো হয়। তখনই ফের ঝাঁপিয়ে পড়েন সোনু। অন্য কোনও যানবাহনে ভারতীকে হায়দরাবাদ নিয়ে যাওয়া সম্ভব ছিল না। তাতে অনেকটা সময় লাগত। ভারতীর জরুরি ছিল একমো সাপোর্ট।আগে থেকেই হায়দরাবাদের হাসপাতালের সঙ্গে কথা বলে সেই ব্যবস্থা করে ফেলেন সোনু। এরপর এয়ার অ্যাম্বুল্যান্সে করো ভারতীকে নিয়ে যাওয়া হয় হায়দরাবাদে। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছে ভারতী। তাঁর সুস্থতা কামনায় ট্যুইটও করেছিলেন সোনু সুদ।