নয়াদিল্লি: আপাতত পরবর্তী ছবি 'সত্যপ্রেম কি কথা'র (Satyaprem Ki Katha) শ্যুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী কিয়ারা আডবাণী (Kiara Advani)। তারই মাঝে মুম্বই বিমানবন্দরে দেখা মিলল অভিনেত্রী। ছবির কাজ সেরে বৃহস্পতিবারই মুম্বই ফিরেছেন তিনি। স্বভাবতই ঘিরে ধরেন পাপারাৎজিরা (paparazzi)। আর তখনই এক মিষ্টি ঘটনার সাক্ষী থাকলেন সকলে। কিয়ারার প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা।


কিয়ারার প্রশংসায় নেটিজেনরা


বৃহস্পতিবার তুরস্ক থেকে মুম্বই ফিরেছেন অভিনেত্রী। বিমানবন্দর চত্বরে প্রকাশ্যে আসতেই ক্যামেরার ঝলকানি। তাঁর সঙ্গে তাল মিলিয়ে হাঁটছিলেন চিত্রগ্রাহকেরাও। হঠাৎই কিছু একটা পড়ে যায়। অভিনেত্রী বুঝতে পারেন কোনও পাপারাৎজির কোনও প্রয়োজনীয় জিনিস পড়েছে হয়তো। তখনই সৌজন্য দেখালেন অভিনেত্রী। ঝুঁকে পড়ে মাটি থেকে সেই জিনিসটি তুলে এক পাপারাৎজির হাতে দিয়ে দেন সেটা। তাঁর এমন ভঙ্গিতে আপ্লুত সকলে। সচরাচর কোনও তারকাকে পাপারাৎজিদের হয়ে এমন করতে দেখা যায় না বলেই হয়তো, সকলেই উচ্ছ্বসিত। 


 






এদিন তাঁকে নীল রঙের ট্যাং টপ, কালো ভেলভেট প্যান্ট পরে দেখা যায়। হাতে ছিল একটি বড় হ্যান্ডব্যাগ। এর আগে কাশ্মীরে কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) সঙ্গে শ্যুটিং সারছিলেন কিয়ারা আডবাণী। মঙ্গলবার এক পাহাড়ি জায়গা থেকে ছবিও পোস্ট করেন তিনি। লেখেন, 'লাঞ্চ উইথ এ ভিউ'। 


আরও পড়ুন: Vikramjeet Virk: আগামী ছবি 'এজেন্ট'-এ 'নির্মম' চরিত্রে অভিনয় প্রসঙ্গে কী বললেন বিক্রমজিৎ?


'ভুল ভুলাইয়া ২'-এর বিপুল সাফল্যের পর কিয়ারা আডবাণী ও কার্তিক আরিয়ান ফের একসঙ্গে কাজ করতে চলেছেন। সমীর বিদ্বানের পরিচালনায় 'সত্যপ্রেম কি কথা' ছবিতে একসঙ্গে দেখা যাবে তাঁদের। এই বছরের ২৯ জুন ছবিটি মুক্তি পাওয়ার কথা। এছাড়া 'গেম চেঞ্জার' নামক ছবিতে রাম চরণের সঙ্গে কাজ করছেন কিয়ারা। 


অন্যদিকে, অভিনেতা ও কিয়ারার স্বামী সিদ্ধার্থ মলহোত্রও ব্যস্ত তাঁর নিজের কাজ নিয়ে। 'যোদ্ধা' ছবি ও রোহিত শেট্টির 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স' ওয়েব সিরিজের কাজ সারছেন তিনি। এই মাসের শুরুতে, 'নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার'-এর উদ্বোধনী অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল সিদ্ধার্থ ও কিয়ারাকে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে গাঁটছড়া বাঁধেন তাঁরা।