নয়াদিল্লি: আগামী ছবি 'এজেন্ট'-এ (Agent) 'খুব নির্মম' (very ruthless) চরিত্রে দেখা যাবে অভিনেতা বিক্রমজিৎ বির্ককে (Vikramjeet Virk)। সেই চরিত্র প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন সুরেন্দর রেড্ডি (Surender Reddy)। 


'এজেন্ট' ছবির চরিত্র প্রসঙ্গে কী বললেন বিক্রমজিৎ?


সুরেন্দর রেড্ডি পরিচালিত 'এজেন্ট' ছবিতে 'অত্যন্ত নির্মম' চরিত্রে দেখা যাবে বিক্রমজিৎ বির্ককে। তিনি একজন ভারতীয় অভিনেতা। নিজের বহুমুখী প্রতিভা ও দুর্দান্ত পারফর্ম্যান্স দিয়ে ইতিমধ্যেই তিনি মানুষের মন জয় করেছেন। এর আগে তাঁকে প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে 'ড্রাইভ' ছবিতে অভিনয় করতে দেখা গেছে। এছাড়া বলিউড, পলিউড ও টলিউডের অজস্র সিনেমায় কাজ করেছেন তিনি। বিক্রমজিৎ জানান, তাঁর আগামী ছবি 'এজেন্ট'-এ 'দেবা'র চরিত্রে অভিনয় করবেন।


ছবিতে নিজের চরিত্রের ব্যাপারে বিক্রমজিৎ বলেন, 'এজেন্ট ছবিতে আমার চরিত্র নিয়ে কথা বললে, 'দেব'-এর ভূমিকা 'খুবই নির্মম'। দেব সবচেয়ে নির্মম ব্যক্তি, এবং খুব তীব্র একটা চরিত্র। এছাড়াও সব চরিত্রের মধ্যে সবচেয়ে শক্তিশালী মস্তিষ্কের। চরিত্রটা খুবই চ্যালেঞ্জিং এবং শক্তিশালী ছিল। যদিও পর্দায় অ্যাকশন পারফর্ম করতে আমি বেশ ভালইবাসি। ফলে পর্দায় দর্শকের জন্য সেই অ্যাকশন আরও উপভোগ্য করে তুলতে আমার প্রাণ ঢেলে দিয়েছি।'


 



তিনি আরও বলেন, 'আমি খলনায়ক হিসাবে আরও অনেক চরিত্রে অভিনয় করেছি কিন্তু 'এজেন্ট' আমাকে 'দেব'-এর চরিত্রে অভিনয় করার সুযোগ দিয়েছে যা অত্যন্ত হিংস্র এবং খুব বেশি কথা বলে না। তার বন্দুক তার আগে কথা বলে।'


 




আগামী ২৮ এপ্রিল এই ছবির প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। মঙ্গলবার, ১৮ এপ্রিল, 'একে এন্টারটেনমেন্ট'-এর তরফে ছবির অফিসিয়াল ট্রেলার শেয়ার করা হয়েছে, যা অনুরাগীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি করেছে। ট্রেলারে যেটুকু সংলাপ শোনা গেছে, তাতেও আপ্লুত দর্শক।


আরও পড়ুুন: Nayika No. 1: শীলার স্বপ্নে বাধা? নায়িকা হওয়া হবে না তাঁর? কোন দিকে মোড় নেবে 'নায়িকা নং ১'-এর গল্প?


সুরেন্দর রেড্ডি পরিচালিত 'এজেন্ট'-এ বিক্রমজিৎ বির্ক ছাড়াও ডিনো মোরিয়া, অখিল অক্কিনেনি, সাক্ষী বৈদ্য, মাম্মুতি অভিনয় করেছেন। আগামী ২৮ এপ্রিল মুক্তি পাবে এই ছবি হিন্দি, তামিল, কন্নড়, মালয়লমে।