কলকাতা: সিঁথিতে সিঁদুর, হাসিমুখে সেলফি তুলছেন মধুমিতা সরকার। পাশে রাজদীপ গুপ্ত। সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি পোস্ট করেই অনুরাগীদের চমকে দিলেন অভিনেত্রী। বিয়ে করে ফেলেছেন নাকি? ক্যাপশানে অবশ্য রহস্য উন্মোচন করে নতুন সিরিজের শ্যুটিংয়ের কথা জানালেন মধুমিতা।


আজই একগুচ্ছ নতুন ওয়েব সিরিজ ও ছবি মুক্তির কথা ঘোষণা করেছে 'হইচই'। সেখানে রয়েছে মধুমিতার নতুন ওয়েব সিরিজের ঘোষণা। সেখানেই দেখা গিয়েছে নতুন ওয়েব সিরিজে মধুমিতার নয়া লুক। 'উত্তরণ' ওয়েব সিরিজের মুখ মধুমতাই। সুকান্ত গঙ্গোপাধ্যায়ের 'বটতলা' উপন্যাসের অবলম্বনে তৈরি হয়েছে 'উত্তরণ' -এর চিত্রনাট্য। একটি এমএমএস ফাঁস হয়ে যাওয়ার ঘটনা ও তাকে ঘিরে বদলে যাওয়া এক গৃহবধূর জীবনের গল্প বলবে 'উত্তরণ'। পোস্টারে মধুমিতার হাতেও দেখা গিয়েছে মোবাইল। সমাজের বাস্তব প্রতিচ্ছবিকেই তুলে ধরবে এই ছবি।


আজ সোশ্যাল মিডিয়ায় একেবারে গৃহবধূর বেশেই ছবি পোস্ট করেছেন মধুমিতা। লিখেছেন, 'খুব ব্যস্ত শ্যুটিং কিন্তু একটা ভালো শুরু।' সেইসঙ্গে মধুমিতার জুড়ে দেওয়া হ্যাশট্যাগেই স্পষ্ট হয়, 'উত্তরণ'-এর জন্য কাজ শুরু করে দিয়েছেন তিনি। তবে কবে মুক্তি পাবে এই 'উত্তরণ' যা এখনও ঠিক হয়নি।



একটা নয়, দুটো ওয়েব সিরিজ আসতে চলেছে মধুমিতার। এর আগে এবিপি লাইভের মুখোমুখি হয়ে একথা জানিয়েছিলেন অভিনেত্রী। তবে এই বিষয়ে বিশদে তথ্য দিতে সেইসময় নারাজ তিনি। তাঁর মতে, অনুরাগীদের নতুন নতুন চমক দিতে ভালোবাসেন তিনি। আজ সোশ্যাল মিডিয়ায় নতুন পোস্ট শেয়ার করে অভিনেত্রী লেখেন, 'নতুন কিছু শুরু করছি। খুব তাড়াতাড়িই আসবে।' তবে 'নতুন কিছু' নিয়ে রহস্য বজায় রেখেছিলেন তিনি। আর তারমধ্যেই জানা গেল একটি ওয়েব সিরিজের খবর।


সম্প্রতি মুক্তি পেয়েছে এসভিএফ মিউজিকের ব্যানারে মধুমিতার নতুন মিউজিক ভিডিও 'ও মন রে'। এই ভিডিওতে তাঁর বিপরীতে দেখা গিয়েছে যশ দাশগুপ্তকে। মধুমিতার অভিনয় মন ছুঁয়েছে অনেকেরই। ইতিমধ্যেই কয়েক লাখ মানুষ দেখে ফেলেছেন নতুন ভিডিওটি।