মুম্বই : বলিউডে অভিনেতা-অভিনেত্রীদের জুটি অনেক হয়েছে। সে গত শতাব্দীর পাঁচ কিংবা ছয়ের দশক থেকে আজও মানুষের মনে দাগ কেটে রয়েছে। কিন্তু, আজকের দিনে দাঁড়িয়েও আপনি যদি বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের সর্বকালের সফল জুটির তালিকা তৈরি করেন, তাহলে সেখানে অবশ্যই রাখবেন দুজনকে। শাহরুখ খান (Shahrukh Khan) এবং কাজল (Kajol)। সেই গত শতাব্দীর নয়ের দশকে 'বাজিগর' ছবি থেকে তৈরি হয়েছিল এই জুটি। যে জুটির শেষ ছবি এখনও পর্যন্ত 'দিলওয়ালে'। আলাদা-আলাদাভাবে দুজনেরই রয়েছে ঈর্ষা করার মতো অনুরাগীর সংখ্যা। কিন্তু যখনই তাঁরা পর্দায় জুটি বাঁধেন, তখন সবকিছুকেই ছাপিয়ে যায়।


আরও পড়ুন - Aditya Chopra on OTT: মোটা টাকার বিনিময়ে ওটিটি প্ল্যাটফর্মে ছবি মুক্তির প্রস্তাব পেয়েও কেন 'না' বলে দিলেন আদিত্য চোপড়া?


শাহরুখ খান এবং কাজল দুজনে একসঙ্গে অনেকগুলো সফল ছবিতে কাজ করেছেন। তাই তাঁদের কাছে রয়েছে মজাদার সব অভিজ্ঞতা কিংবা গল্প। এরকমই তাঁদের একটা মজার অভিজ্ঞতার কথা সামনে এসেছে সম্প্রতি। সেটা করণ-অর্জুন ছবির শুটিং চলাকালীন ঘটনা। দুজনেরই বক্তব্য, দর্শক তাঁদের জুটিকে এত পছন্দ করেন, তার প্রধান কারণ হল, তাঁদের জুটিটাকে অনেক বেশি বাস্তবের মনে হয়। কিন্তু একেবারে বাস্তবের মতো ফুটিয়ে তোলার কাজটাও যে দুজনের জন্য সবসময় খুব কঠিন ছিল। করণ অর্জুন সিনেমার জনপ্রিয় গান ছিল 'জাতি হুঁ ম্যায়...জলদি হ্যায় কেয়া।' সেই গানের শুটিংয়ের সময় নাকি খুব মজা হয়েছিল। 


আরও পড়ুন - The Kapil Sharma Show: আদালতের দৃশ্যে মদ্যপান দেখিয়ে বিড়ম্বনায় কপিল শর্মার শো, দায়ের FIR


তাঁদের বক্তব্য, ওই গানটার শুটিংয়ে একটা জায়গা ছিল যেখানে শাহরুখ খান, কাজলের গায়ে আস্তাবলে ঘোড়ার খাওয়ার বিচুলি বা খড় দিয়ে পিঠে সুরসুরি দেবেন। তার পাল্টা অভিব্যক্তি দেবেন কাজল। কিন্তু, এই শুটিংয়ের সময় কিছুতেই সেটা ঠিকঠাক করতে পারছিলেন না কাজল। কোরিওগ্রাফার চিন্নি প্রকাশ এবং রেখা প্রকাশ বারবার কাজলকে বোঝাতে থাকেন, ঠিক কীভাবে শটটা ওকে করতে হবে। কিন্তু, কাজল খানিকটা বিব্রতবোধ করে একটা বই নিয়ে চশমা চোখে বসে পড়েন তা পড়তে। শাহরুখ খান শটটা ওকে করার জন্য একটা রিহার্সালও করতে চান কাজলের সঙ্গে। তিনি এক মুঠো ঘাস নিয়ে কাজলের পিঠে সুড়সুড়ি দেন, যাতে কাজল ঠিক করে অভিব্যক্তি ফুটিয়ে তুলতে পারেন। কিন্তু কাজল বলেন, তাঁর কোনও অনুভুতিই হচ্ছে না। অগত্যা, সেট জুড়ে সকলের হাসাহাসি। শাহরুখ খান সাক্ষাৎকারে বলেছেন, 'আমি কত করে কাজলকে বলেছি, তুমি কি আমায় যেমন-তেমন নায়ক ভাবো!' যদিও পরে কাজল হাসি চেপে শটটা ওকে করেন। এরপর ছবিটা বক্স অফিসে কীরকম সাফল্য পেয়েছিল, তা সকলেই জানেন। বরং, বাজিগর, করণ অর্জুন এবং দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের পর এই জুটিকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।