কলকাতা: গত মঙ্গলবারের ঘটনা। গোটা রাজ্য, দেশ বিশেষত এই বাংলা যখন তোলপাড় আরজি করের নারকীয় ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে (RG Kar News), তখনই অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) পোস্ট করেন দুটি স্ক্রিনশট। যেখানে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টের কমেন্টে তাঁকে প্রকাশ্যে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। তার ঠিক ২ দিন পর, অভিনেত্রী জানালেন, এই ঘটনায় এফআইআর (FIR) দায়ের সম্ভব হয়েছে। আর যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা?


অভিনেত্রী মিমি চক্রবর্তীকে কদর্য ভাষায় ধর্ষণের হুমকি, 'অপরাধী'রা শাস্তি পেল?


তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্টে অজস্র কমেন্টের বন্যা হয়। তার মধ্যে এমন একাধিক কমেন্ট থাকে যেখানে তাঁদের ট্রোল করা হয়, এমনকী সেখানে কখনও কখনও তাঁদের উদ্দেশে নোংরা যৌন ইঙ্গিতপূর্ণ কমেন্ট বা বলা ভাল কটাক্ষও থাকে। তারই মধ্যে দুটি কমেন্টের স্ক্রিনশট নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'এবং আমরা মহিলাদের অধিকারের জন্য বিচারের দাবি করছি? এগুলো (কমেন্টের স্ক্রিনশট) মাত্র কয়েকটা। যেখানে ধর্ষণের হুমকিকে স্বাভাবিক করা রাখা হয়েছে সেই সব বিষাক্ত পুরুষদের দ্বারা যারা ভিড়ের মধ্যে মুখোশ পরে বলছে যে তারা মহিলাদের পাশে দাঁড়িয়েছে। কোন ধরনের শিক্ষায় এগুলো সম্ভব?' যে কমেন্টের স্ক্রিনশট তিনি শেয়ার করেন তা আমরাও ভাগ করেছিলাম আমাদের প্রতিবেদনে কিন্তু সেই কমেন্টের ভাষা এতই নিকৃষ্ট যে সেগুলো না ঢেকে শেয়ার করা যায়নি। 


আরজি কর কাণ্ডে যখন চারিদিকে নারী সুরক্ষা নিয়ে দিকে দিকে স্লোগান উঠছে, তাঁদের সমানাধিকারের সপক্ষে প্রশ্ন উঠছে, সেই আবহেই একজন অভিনেত্রী ও প্রাক্তন সাংসদকে এমন প্রকাশ্যে ধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় হতচকিত নেটিজেনরা। সেদিনের পোস্টে অভিনেত্রী কলকাতা পুলিশের সাইবার ক্রাইমের অফিসিয়াল এক্স হ্যান্ডলকে ট্যাগ করেন। আজ নতুন পোস্টে আপডেট দিয়ে লেখেন, 'আপডেট: (ধর্ষণের হুমকির ক্ষেত্রে) সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের সাহায্যে এই বিষয়ে FIR দায়ের করা হয়েছে। ওই অ্যাকাউন্টগুলি সরিয়ে নেওয়া হয়েছে এবং চিরতরে নিষ্ক্রিয় করা হয়েছে। পুলিশ এখন ওই দুই ব্যক্তিকে খোঁজার চেষ্টা করছে কারণ তারা সমস্ত কমেন্ট মুছে দিয়েছে এবং লুকিয়ে গিয়েছে।'


 






আরও পড়ুন: Rachana Banerjee: 'সাধারণ মানুষের প্রতিবাদে রাম-বাম ঢুকে ফালতু কথা বলে বেড়াচ্ছেন', আরজি কর কাণ্ডে ট্রোলারদের সপাট জবাব রচনার


পরবর্তী একটি এক্স পোস্টে তিনি আবার লেখেন, 'এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন এমন প্রত্যেককে আমি অনুরোধ করব এগিয়ে আসতে, এবং আমরা সকলেই এক্ষেত্রে একসঙ্গে, একটাই আওয়াজ, একটাই লড়াই। অন্যায় যে করে আর অন্যায় যে সহে... তব ঘৃণা যেন তারে তৃণসম দহে।'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।