Infinix Earbuds: ইনফিনিক্স এক্সই২৭ (Infinix XE27) লঞ্চ হয়েছে ভারতে। এটি ইনফিনিক্স সংস্থার নতুন ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারফোন (TWS Stereo Earphone)। ১০ মিলিমিটারের ড্রাইভার্স রয়েছে এই ইয়ারফোনে। এছাড়াও রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন (ANC Feature) ফিচারের সাপোর্ট। ২৫ ডেসিবেল পর্যন্ত এই ফিচার কাজ করবে। একবার পুরো চার্জ দিলে ইনফিনিক্সের নতুন ইয়ারবাডসে প্রায় ২৮ ঘণ্টা ব্যাটারি লাইফ বজায় থাকবে, চার্জিং কেস সমেত। আরও একটি ওয়্যারলেস ইয়ারফোন লঞ্চ করেছে ইনফিনিক্স। ইনফিনিক্স বাডস নিও - এই ইয়ারবাডস লঞ্চ হয়েছে। দুটো ইয়ারবাডসই ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না। 

Continues below advertisement

ইনফিনিক্স এক্সই২৭ এবং ইনফিনিক্স বাডস নিও- এই দুই ইয়ারবাডসের দাম ভারতে কত 

ভারতে ইনফিনিক্স এক্সই২৭ ইয়ারবাডসের দাম ১৬৯৯ টাকা। এই ওয়্যারলেস হেডফোন নীল এবং সাদা রঙে কেনা যাবে। আগামী ২৬ অগস্ট থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। অনলাইনে কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। 

Continues below advertisement

ইনফিনিক্স বাডস নিও ইয়ারবাডসের দাম ভারতে ১৩৯৯ টাকা। ব্ল্যাক ফ্লেম এবং হোয়াইট পার্ল- এই দুই রঙে কেনা যাবে। ২৬ অগস্ট থেকে এই ইয়ারবাডসের বিক্রি শুরু হবে। এই ইয়ারবাডসও কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। 

Noise Earbuds: নয়েজের নতুন ইয়ারবাডস হাজির ভারতে। একবার পুরো চার্জ দিলে চালু থাকবে ৬০ ঘণ্টা পর্যন্ত। মাত্র ১০ মিনিট চার্জ দিলে এই ইয়ারবাডস চলবে ২০০ মিনিট অর্থাৎ ৩ ঘণ্টা ২০ মিনিট। নয়েজ বাডস এন১ প্রো ইয়ারবাডস লঞ্চ হয়েছে ভারতে। এটি একটি ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারফোন। এই ইয়ারবাডসে রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন সাপোর্ট। ফাস্ট চার্জিং টেকনোলজির সাপোর্টও রয়েছে নয়েজের নতুন ইয়ারবাডসে। ১১ মিলিমিটারের ড্রাইভার্স রয়েছে এই ইয়ারবাডসে। নয়েজ বাডস এন১ প্রো ইয়ারবাডসে ব্লুটুথ ৫.৩ এবং হাইপার সিঙ্ক টেকনোলজির সাপোর্টও রয়েছে। 

ভারতে নয়েজ বাডস এন১ প্রো ইয়ারবাডসের দাম কত 

এই ইয়ারবাডসের দাম ১৪৯৯ টাকা। অ্যামাজন থেকে এই ইয়ারবাডস কেনা যাবে। বিক্রি শুরু হবে চলতি মাসের শেষের দিকে। ক্রোম ব্ল্যাক, ক্রোম বেজ, ক্রোম গ্রিন এবং ক্রোম পার্পল- এই চারটি রঙে নয়েজের নতুন ইয়ারবাডস ভারতে লঞ্চ হয়েছে। 

আরও পড়ুন- ভারতে লঞ্চ হল টেকনো স্পার্ক গো ১, কী কী ফিচার রয়েছে এই ফোনে?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।