কলকাতা: সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। নিজের স্টাইল স্টেটমেন্ট থেকে শুরু করে একরত্তি পুত্রর বিভিন্ন খুনসুটি, অনুরাগীদের সঙ্গে নিয়মিত ভাগ করে নেওয়া তাঁর স্বভাব। তিনি পূজা বন্দ্যোপাধ্যায়। তাঁর রঙিন প্রোফাইলে হঠাৎই ছেদ পড়ল এক সাদা কালো পোস্টে। কালোর ওপর সাদা হরফে লেখা সেই পোস্টে ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী। লিখলেন, সোশ্যাল মিডিয়া থেকে সাময়িক অবসর নিতে চান তিনি! কিন্তু কেন?


গত বৃহস্পতিবার মুম্বইয়ের কুপার হাসপাতালে প্রয়াত হন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্ল। বৃহস্পতিবার সকালেই এই দুঃসংবাদ গোটা দেশে ছড়িয়ে পড়ে। মায়ানগরীর মনখারাপ। সেই আঁচ এসে লেগেছে টলিউডের গায়েও। নুসরত জাগান যশ দাশগুপ্ত থেকে শুরু করে একাধিক অভিনেতা অভিনেত্রী শোকপ্রকাশ করেছেন। ৪০ বছরেই হৃদরোগ, হার্ট অ্যাটাক! অনেকেই মেনে নিতে পারছেন না, তরতাজা, হাসিমুখের ছেলেটা আর নেই।


সিদ্ধার্থের মৃত্যুর খবর শুনে অসুস্থ হয়ে পড়েছিলেন তাঁর চর্চিত প্রেমিকা শেহনাজ গিল। শ্যুটিং বন্ধ করে দিয়েছিলেন তিনি। এরপর ভাইয়ের সঙ্গে সিদ্ধার্থের বাড়িও যান তিনি। সিদ্ধার্থের পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, কোনওরকম মানসিক চাপ বা ডিপ্রেশানের মধ্যে দিয়ে যাচ্ছিলেন না সিদ্ধার্থ। বার বার অনুরোধ করা হয়েছে তাঁর মৃত্যুকে অস্বাভাবিক বলে যেন কোনওরকম গুজব না রটানো হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, মুম্বই পুলিশ জানিয়েছে, শারিরীক অসুস্থতাই সিদ্ধার্থের মৃত্যুর কারণ। যদিও এখনও তাঁর ভিসেরা পরীক্ষা হয়নি। ভিসেরা পরীক্ষার রিপোর্ট এলে জানা যাবে মৃত্যুর সঠিক কারণ।


গোটা দেশের যখন মনখারাপ, তখন সোশ্যাল মিডিয়ায় সিদ্ধার্থের ছবি শেয়ার করে নিজেদের মতামত ভাগ করে নিয়েছেন অনেকে। সামনে এসেছে সিদ্ধার্থের অন্ত্যেষ্টি ও শেষকৃত্যের ছবিও। তাঁর বাড়ির সামনে আত্মীয়, পরিজন, বন্ধু ও অনুরাগীরা এসেছেন সেই ছবিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। আর এই কারণেই মানসিকভাবে আহত হয়েছেন টলিউড অভিনেত্রী পূজা।


আজ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে পূজা লেখেন, 'আমি সোশ্যাল মিডিয়া থেকে সাময়িক অবসর নিতে চাই। কারোও মৃত্যুর পর তাঁর প্রিয়জনেদের কষ্ট পাওয়ার ছবি আমি আর দেখতে পাচ্ছি না। একজন মা তাঁর সন্তানকে হারিয়েছেন। তাঁর কথা ভাবুন, সহমর্মি হন'


পূজার পোস্টে ক্ষোভের সুর। সদ্য মা হয়েছেন পূজা। ছোট্ট ছেলে কৃশিবকে সবসময় আগলে রাখছেন তিনি, উপভোগ করছেন মাতৃত্ব। আর হয়ত তাই কোনও মায়ের কষ্ট যেন খুব বেশি করেই ছুঁয়ে গেল তাঁকে।