কলকাতা: একটা সময় বাড়িতে দুর্গাপুজো হত.. তবে বর্তমানে তা আর হয় না। তবুও পুজোর কয়েকটা দিন বেশ আনন্দ করেই কাটে তাঁর। অষ্টমীর ভোগ, প্যান্ডেলে ঠাকুর দেখা.. পুজোয় আনন্দ করতে কোনও খামতি রাখেন না তিনি। তবে এই বছরের পুজোটা কিছুটা হলেও আলাদা। মনখারাপ। রাস্তায় পুজোর ভিড় নেই.. মাথায় ঘুরছে আরজি করের ঘটনা। কিছুতেই যেন বেরনো যাচ্ছে না এই দুর্বিসহ স্মৃতি থেকে। পুজোর পরিকল্পনা বলতে গিয়ে, সেই সুর শোনা গেল অভিনেত্রী রাজনন্দিনী পাল (Rajnandini Paul)-র গলাতেও।
এবার পুজো তাঁর কাছে একটা দিক থেকে আলাদা। তিনি এই বছর মহালয়ার মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানে মা দুর্গার বেশে দেখা যাবে তাঁকে। ওটিটি প্ল্যাটফর্মে এই বছর প্রথমবার মহিষাসুরমর্দিনী অনুষ্ঠান দেখা যাবে। সেখানেই মুখ্যচরিত্রে দেখা যাবে রাজনন্দিনীকে। তবু পুজোর পরিকল্পনা বলতে গিয়েও তাঁর গলায় বিষাদের সুর। রাজনন্দিনী বলছেন, 'এবার পুজোয় সেইভাবে আনন্দ করার ইচ্ছাটাই হচ্ছে না। পুজো পুজো ভাবটাই যেন নেই। এবার বাড়িতেই থাকব.. পরিবারের সঙ্গে সময় কাটাব। খুব বিশেষ কিছু করার পরিকল্পনা নেই। তবে আমার মনে হয়.. পুজোর সঙ্গে প্রতিবাদের কোনও বিরোধিতা নেই। যেখানে আমাদের দরকার প্রতিবাদ করেছি, ভবিষ্যতেও করব। তবে আমি বিশ্বাস করি যখন দেশ স্বাধীন হয়নি, তখনও মানুষ পুজো করেছে। প্রয়োজন হলে আন্দোলন পরের পুজো অবধি চলবে। কিন্তু পুজোয় কেউ ঘুরতে বেরনো মানে এটা নয় যে সে আন্দোলনে যোগ দিচ্ছে না বা দেননি।'
অন্যান্য বছর কীভাবে পুজো কাটান অভিনেত্রী? রাজনন্দিনী বলছেন, 'পুজোয় প্রত্যেক বছর আমি অঞ্জলি দিই, ভোগ খাই। আর একটা দিন দিদার সঙ্গে কাটাই। বয়স হয়েছে বলে দিদা বাড়ি থেকে বেরোতে পারেন না। সেই জন্য পুজোর একটা দিন দিদার জন্য। আর ২ বছর আগে পর্যন্ত আমাদের বাড়িতে দুর্গাপুজো হত। তবে এখন বন্ধ হয়ে গিয়েছে। আসলে কেবল আমি মা আর বাবা মিলে পুজোটা সামলে উঠতে পারছিলাম না। একটা পুজোর অনেক কাজের চাপ থাকে। বাবা-মায়ের বয়স হচ্ছে, আমায় শো-এর কাজে বাইরে যেতে হয়। মনে হয়েছিল মায়ের আরাধনায় যেন খামতি না পড়ে। আর যদি মাতৃ আরাধনাই করতে হয়, তাহলে জগদ্ধাত্রী পুজো করব। সেই থেকেই বাড়িতে জগদ্ধাত্রী পুজো হয়। তাই পুজোর সময়টা আমরা সাধারণত পরিবারের সঙ্গে সবাই মিলেই কাটাই।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।