কলকাতা: ওটিটিতে মানুষ সিনেমা দেখছেন, সিরিজ দেখছেন.. তাহলে মহিষাসুরমর্দিনী কেন নয়? এই ভাবনা থেকেই চলতি বছরে ওটিটি প্ল্যাটফর্মে মহিষাসুরমর্দিনী নয় কেন? এই ভাবনা থেকেও ওটিটি প্ল্যাটফর্মে প্রথমবার মহালয়ার বিশেষ অনুষ্ঠান মহিষাসুরমর্দিনী-কে আনার পরিকল্পনা করেছে হইচই ওয়েব প্ল্যাটফর্ম (Hoichoi Web Platform)। আর এই মাধ্যমে যাঁকে মা দুর্গার ভূমিকায় দেখা যাবে তিনি রাজনন্দিনী দত্ত (Rajnandini Dutta)। ইন্দ্রানী দত্তের কন্যা। কেমন করে এই অফার এসেছিল তাঁর কাছে? কেমন হল কাজের অভিজ্ঞতা? সেই গল্পই শুনল এবিপি লাইভ বাংলা (ABP Live Bangla)। 


অফার আসার পরে, প্রথমে নাকি হাত থেকে ফস্কেই যেতে বসেছিল দুর্গা হওয়ার সুযোগ! কী করে? রাজনন্দিনী বলছেন, 'প্রথমে প্রযোজনা সংস্থার তরফ থেকে আমায় বলেছিল, কিছু নাচের ভিডিও পাঠানোর জন্য। তখনও আমি জানতাম না কী কাজ হচ্ছে। ভিডিও পাঠানোর পরে আমার কাছে কাজের অফারটা আসে। তবে সেই সময়ে বলা হয়নি কিসের শ্যুটিং। তবে আমি আন্দাজ করেছিলাম, নাচ বিষয়ক কিছু। আর নাচ নিয়ে যে কোনও জিনিস হলেই আমি তার সঙ্গে যুক্ত থাকতে ভীষণ পছন্দ করি। তবে এমন সময় অফারটা আমার কাছে এল, যখন আমি অন্য একটা কাজে ব্যস্ত। আমি হইচই-কে বলেছিলাম, যদি প্রোজেক্টটা একটু পিছনো যা। তবে তখন তাঁরা রাজি হননি। আমি ভেবেই নিয়েছিলাম, কাজটা হাত থেকে চলেই গেল। তবে ২ সপ্তাহ পরে ওঁরা আবার আমায় ফোন করেন। জানান, কাজটি পিছোচ্ছে আর সেই কারণে ওঁরা আমাকেই চাইছেন। সেই সময়ে আমার কোনও কাজ ছিল না তাই রাজি হয়ে যাই। কাজে যোগ দেওয়ার পরে জানতে পারি, আমায় দুর্গার চরিত্রের জন্য বেছে নেওয়া হয়েছে। মাকে বলেছিলাম, কাজটা আমার কপালে ছিল। নাহলে এই মহিষাসুরমর্দিনী আমার করাই হত না।'


কাজের আগে, মায়ের থেকে টিপস নিয়েছিলেন রাজনন্দিনী? অভিনেত্রী বলছেন, 'আমি আমার সমস্ত কাজ নিয়েই আমার মায়ের সঙ্গে আলোচনা করি। তবে এই কাজটা অবশ্যই বিশেষ। মা -এর আগেও দুর্গা হয়েছেন। ফলে মায়ের সঙ্গে কাজটা নিয়ে আলোচনা করেছিলাম। মা বলেছিলেন, আগে যত মহালয়াই হয়ে থাকুক না কেন, আমি যেন কাউকে অনুকরণ না করি। মহালয়ার অনুভূতিটা বজায় রেখে যেন নিজস্বভাবে কাজটা করি। আমার পরিচালকও আমায় সেটাই বলেছিলেন। আমরা সবাই মিলে চেষ্টা করেছি মহালয়ার সেই আদি অনন্ত অনুভূতিকে অক্ষত রেখে কীভাবে নতুনত্ব আনা যায়।'


কাজটা করতে গিয়ে কেমন অভিজ্ঞতা হল রাজনন্দিনীর? অভিনেত্রী বলছেন, 'ভীষণ ভাল একটা অভিজ্ঞতা। তবে একমাত্র মহিষাসুর ছাড়া মোটামুটি সবার অস্ত্রেই আমি আহত হয়েছি। মায়ের কাছে এসে খুব মনখারাপ করতাম যে আমায় সবাই মারছে। আসলে অস্ত্রগুলো এত ভারি যে সবারই সেগুলোকে নাড়াচাড়া করতে খুব সমস্যা হচ্ছিল। আমিও ভীষণ সতর্ক ছিলাম অস্ত্রগুলো নিয়ে। প্রথম মিনিয়েটার সেটে শ্যুটিং করলাম। আর আমার পোশাক পরাটাও প্রত্যেকবার একটা বিশাল ব্যপার ছিল। অনেকটা সময় লাগত। ওভাবেই সারাদিন শ্যুটিং করতাম। তবে এমন একটা অদ্ভুত অনুভূতির মধ্যে থাকতাম মা দুর্গার পোশাকগুলো পরে.. অন্যান্য অসুবিধাগুলো মাথাতেই থাকত না। শ্যুটিং শুরু হওয়ার আগে আমায় সবাই প্রণাম করে শ্যুটিং শুরু করতেন।'


আরও পড়ুন: Shah Rukh Khan: সেটের কড়া নিয়ম ভেঙে এই কাজ করেছিলেন শাহরুখ.. জানেন কোন অভিনেত্রীর জন্য?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।