কলকাতা: একটা সময়ে বলিউডের পরিচিত মুখ, পেয়েছেন জনপ্রিয়তাও। কিন্তু দীর্ঘদিন হল ছেড়ে দিয়েছেন অভিনয়.. বিয়ে করে একেবারে অন্য জীবন পালন করছেন। বলিউড থেকে শুরু করে টলিউড, এই উদাহরণ কিন্তু নতুন নয়। 'বন্ধন', 'কিঁউকি ম্যায় ঝুট নেহি বোলতা' এবং 'জুড়ওয়া'-র মতো ছবিতে অভিনয় করে বলিউডে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। সলমন খানের (Salman Khan) সঙ্গে তাঁর জুটি ছিল বেশ জনপ্রিয়। কিন্তু বর্তমানে অভিনয় থেকে অনেক দূরে তিনি। গত ১৪ বছর ধরে, তিনি বিয়ে করে কানাডায় বসবাস করছেন। জানেন কে এই অভিনেত্রী? 

Continues below advertisement

তিনি অভিনেত্রী রম্ভা। বর্তমানে কানাডাবাসী এই অভিনেত্রী। একটা সময়ে, বলিউড থেকে শুরু করে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে একের পর এক সিনেমায় কাজ করেছেন রম্ভা, জয় করে নিয়েছেন দর্শকদের মন। অথচ রম্ভা এখন কোটি কোটি টাকার সম্পত্তির মালিক। জানেন কী, কীভাবে? আসলে রম্ভা বিয়ে করেন ব্যবসায়ী ইন্দ্রকুমার পদ্মনাভনকে। ২০১০ সালে এই ব্যবসায়ীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রম্ভা। কিন্তু এরপরে অভিনয় জগৎকে বিদায় জানিয়ে রম্ভা চলে যান কানাডায়। সেখানে গিয়ে তাঁর জীবন হয়ে যায় একেবারেই আলাদা। রম্ভার বর্তমানে ২ কন্যাসন্তান আর এক পুত্রসন্তান রয়েছেন।

হোম ইন্টেরিয়রের জন্য বিখ্যাত ম্যাজিক উডস কোম্পানির পরিচালক হলেন রম্ভার ইন্দ্রকুমার। এই কোম্পানি ছাড়াও রম্ভার নামে একটি কোম্পানি সহ মোট ৫টি কোম্পানি পরিচালনা করেন তিনি। এর মধ্যে কিছু কোম্পানি চেন্নাইয়েও চলছে। এছাড়াও, শ্রীলঙ্কায় যুদ্ধ-বিধ্বস্ত ছাত্রদের শিক্ষা এবং তাদের কর্মসংস্থানের জন্য কিছু আইটি কোম্পানিও স্থাপন করেছেন রম্ভার স্বামী। প্রসঙ্গত, রম্ভা অল্প বয়সেই অভিনয়ের জগতে পা রেখেছিলেন। একবার স্কুলের অনুষ্ঠানে রম্ভা একটি নাটকে অংশ নিয়েছিলেন। সাউথের বিখ্যাত পরিচালক হরিহরন সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পারফরম্যান্সে মুগ্ধ হয়ে হরিহরন ১৫ বছর বয়সী রম্ভাকে মালয়ালম ছবি সরগমে কাস্ট করেন। এরপরে আর রম্ভাকে ফিরে তাকাতে হয়নি। একের পর এক ছবির হাত ধরে তিনি দর্শকদের মনে পাকা জায়গা করে নেন।

Continues below advertisement

২০১৬ সালে রম্ভার সঙ্গে তাঁর স্বামীর সমস্যার কথা শোনা গিয়েছিল। শোনা গিয়েছিল, স্বামী ইন্দ্রকুমারের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়ে যাওয়ারই কথা পাকা হয়ে গিয়েছিল কার্যত। কিন্তু স্বামীকে ফিরে পেতে আদালতের দ্বারস্থ হন রম্ভা। এরপরে তাঁদের মধ্যে ফের সম্পর্ক স্বাভাবিক হয়ে যায়।