নয়াদিল্লি: অবশেষে মুখ খুললেন অভিনেত্রী রশ্মিকা মান্দান্না (Rashmika Mandanna)। সোমবার, ৬ নভেম্বর, নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে তিনি ভাইরাল হয়ে যাওয়া 'ডিপফেক ভিডিও' (Deepfake Video) প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। গতকাল এই ভিডিও ভাইরাল হয়েছে যা শোরগোল ফেলেছে নেট দুনিয়ায়। ভাইরাল হওয়া ভুয়ো ভিডিওয় ব্রিটিশ-ভারতীয় ইনফ্লুয়েন্সার (British Indian Influencer) জারা পটেলের (Zara Patel) মুখকে ডিজিট্যালি বদলে রশ্মিকার মুখ ব্যবহার করা হয়েছে। এই প্রসঙ্গে কী বললেন অভিনেত্রী?


ফেক ভিডিও প্রসঙ্গে প্রতিক্রিয়া জানালেন রশ্মিকা


খানিক আগেই নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী। তিনি লেখেন, 'এটা লিখতে গিয়ে এবং অনলাইনে ছড়িয়ে পড়া আমার ডিপফেক ভিডিও প্রসঙ্গে কথা বলতে গিয়ে খুব আহত বোধ করছি। এই ধরনের যে কোনও কিছু, সত্যি বলতে, প্রচণ্ড ভয়ের, শুধু আমার জন্য না, বরং আমাদের প্রত্যেকের জন্য যাঁরা এখন যে টেকনলজির অপব্যবহার করা হচ্ছে তার শিকার হতে পারেন।'


তিনি আরও লেখেন, 'আজ, একজন মহিলা ও একজন অভিনেত্রী হিসেবে, আমি আমাক পরিবার, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের কাছে কৃতজ্ঞ যাঁরা আমার রক্ষক ও আমার পাশে দাঁড়ান। কিন্তু এটা যদি আমার সঙ্গে স্কুল বা কলেজে পড়ার সময় হত, আমি সত্যিই ভাবতে পারছি না যে এমন পরিস্থিতি কোনওদিনই কীভাবে সামলাতাম। আমাদের একজোট হয়ে এর প্রতিবাদ করা উচিত এবং আরও কেউ এই সমস্যার সম্মুখীন হওয়ার আগেই তা দ্রুত করা উচিত।'




আরও পড়ুন: Debosree Roy on Favorite Food: মিষ্টি খেতে ভালবাসেন না 'কলকাতার রসগোল্লা', দেবশ্রীর ডায়েটে থাকে কী কী?


কালো পোশাকে লিফট থেকে বেরোচ্ছেন রশ্মিকা। সম্প্রতি ভাইরাল হয়েছে এমনই একটি ভিডিও। তবে প্রথম এক সাংবাদিকই এই বিষয়টি নজরে আনেন যে ভিডিওটি অভিনেত্রীর নয়। প্রযুক্তিগত কারচুপি করে অভিনেত্রীর মুখ ব্যবহার করে এই ভিডিও তৈরি করা হয়েছে। রশ্মিকা মান্দান্নার পাশে দাঁড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন, কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর প্রমুখ। এই 'ডিপফেক ভিডিও' প্রসঙ্গে উদ্বেগও প্রকাশ করেছেন তাঁরা। 


প্রসঙ্গত, আপাতত রশ্মিকা মান্দান্না ব্যস্ত তাঁর আগামী হিন্দি ছবি নিয়ে। রণবীর কপূরের বিপরীতে তাঁকে দেখা যাবে 'অ্যানিমল' ছবিতে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial