কলকাতা: একটা সময়ে ছোটপর্দার যথেষ্ট জনপ্রিয় মুখ ছিলেন তিনি। অভিনয় করতেন ধারাবাহিকের একেবারে মুখ্যচরিত্রে। কিন্তু সেই জীবন তিনি ছেড়ে দিয়েছেন। ২ বছর হল, অভিনয়ের থেকে দূরে তিনি। ভারতের বাসিন্দাও নয় আর। বিদেশে সংসার পেতেছেন তিনি। আর এবার, জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়। মা হয়েছেন তিনি, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন একরত্তি কন্যার ছবি।
হাবড়ার বাসিন্দা অনুরণ রায়চৌধুরীকে ২০২৩ সালের শুরুতে বিয়ে করেছিলেন রুশা। আর তারপরেই অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। অনুরণ রায়চৌধুরীর সঙ্গেই বিদেশে বিয়ের পরে নতুন জীবন শুরু করেন রুশা। সোশ্যাল মিডিয়ায় তিনি বিভিন্ন ছবি শেয়ার করে নিতেন হামেশাই। তবে নিজে বিয়ে করে সুখী হলেও, সোশ্যাল মিডিয়ায় বারে বারেই কটাক্ষের শিকার হয়েছেন রুশা। তার বিবাহিত জীবন থেকে শুরু করে স্বামীকে নিয়ে ধেয়ে এসেছে কটাক্ষ। তবে এই সবে কান দিতে চাননি তিনি। নিজের মতো করেই জীবন কাটিয়েছেন।
আর দীপাবলিতে সোশ্যাল মিডিয়ায় মেয়েকে কোলে নিয়ে একটি ছবি শেয়ার করে নিয়েছেন রুশা। সেখানে দেখা যাচ্ছে, রুশার হাতের মধ্যে রয়েছে একরত্তি শিশুকন্যা। বাইরের দিকে তাকিয়ে আলো দেখতে বিভোর সে। আর তার দিকে তাকিয়েই হাসছেন রুশা। কন্যার মুখ স্পষ্ট নয়। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে রুশা লিখেছেন, 'অনুষার তরফ থেকে তোমাদের সবাইকে আলো আর ভালবাসা'। অর্থাৎ রুশা মেয়ের নাম রেখেছেন অনুষা।
দীর্ঘ ১৩ বছরের কেরিয়ার ছেড়ে অনুরণন রায়চৌধুরীর সঙ্গে বিয়ে সারেন তিনি। অনুরণন পেশায় ইঞ্জিনিয়ার। আপাতত দেশ ছেড়ে বিদেশে গিয়ে সংসার পেতেছেন রুশা। তবে এই বিয়ের পরে ভীষণভাবে কটাক্ষের স্বীকার হয়েছিলেন রুশা। একদিকে অভিনয় ছেড়ে দেওয়া অন্যদিকে তাঁর স্বামীকে নিয়েও বেশ কটাক্ষের মুখে পড়তে হয়েছিল রুশাকে।
তবে সেই সমস্ত কিছুকে তেমন পাত্তা দেননি রুশা। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, অভিনয় ছেড়ে দেওয়া নিয়ে বিন্দুমাত্রও দুঃখিত নন তিনি। এতদিন যা যা চরিত্রে অভিনয় করেছেন, সবকিছুই তাঁর কাছে ভীষণ কাছের। আর তাই, ভীষণ ভাল স্মৃতি নিয়েই অভিনয় জীবন শেষ করেছেন তিনি। নতুন একটি ইনিংস শুরু করেছেন। আর তাই... রুশার সোশ্যাল মিডিয়া পোস্টে সবসময়েই থাকে খুশির মেজাজ। বোঝাই যায়... নতুন জীবন বেশ উপভোগ করছেন অভিনেত্রী। বর্তমানে কলকাতায় রয়েছেন রুশা। বিয়ের পরে এই প্রথম কলকাতায় এসেছেন তিনি। এখন কিছু এখানেই থাকবেন। সব মিলিয়ে... নিজের মতো করেই জীবনকে বেছে নিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যায় জীবনের নতুন ইনিংস ভীষণ ভালভাবেই উপভোগ করছেন রুশা।