কলকাতা: বিয়ে করলেন ছোটপর্দার অভিনেত্রী রূপা ভট্টাচার্য (Rupa Bhattacharya) । দীর্ঘদিনের বন্ধু দেবাঙ্ক ভট্টাচার্যের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন তিনি । রবিবার বন্ধুবান্ধব ও আত্মীয় পরিজনের উপস্থিতিতে আইনি বিয়ে সারেন তাঁরা । হয় সাত পাক ও মালাবদলও । উপস্থিত ছিলেন দুই পরিবারের আত্মীয়েরা । সবার উপস্থিতিতেই বিয়ে সারেন রূপা আর দেবাঙ্ক । দেবাঙ্ক পেশায় ইঞ্জিনিয়ার । তবে অভিনয় তাঁর শখ । বিনোদন দুনিয়াই কাছাকাছি এনেছে রূপা আর দেবাঙ্ককে ।
বিয়ের দিন রূপা পরেছিলেন একটি গাঢ় গোলাপি রঙের বেনারসি, সঙ্গে সবুজ ব্লাউজ । সোশ্যাল মিডিয়ায় রূপা একটি মিষ্টি ছবি পোস্ট করেছেন । সেখানে দেখা যাচ্ছে, একে অপরের হাত ধরে রেখেছেন রূপা আর দেবাঙ্ক । ক্যাপশানে রূপা লিখেছেন, 'হাতাহাতি' । মজা করেই এই পোস্ট করেছেন অভিনেত্রী । আর এই পোস্টে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন সবাই । কাঞ্চনা মৈত্র, সঙ্ঘশ্রী সিংহ মিত্র, দেবপ্রতিম দাশগুপ্ত-সহ অনেকেই উপস্থিত ছিলেন বিবাহ বাসরে । সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন অনেকেই । সব মিলিয়ে শুভেচ্ছায় বন্যায় ভাসছেন রূপা ।
তবে সংসার করার পাশাপাশি, রূপা অভিনয় করবেন বলেই জানিয়েছেন । সদ্য 'আনন্দী' ধারাবাহিকের কাজ শেষ করেছেন তিনি । তবে এরপরে নতুন কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন তিনি । অভিনয়ের পাশাপাশি সঞ্চালনার কাজও করেন রূপা । তাঁর অনুরাগীও রয়েছেন অনেক । রূপা জানিয়েছেন, দেবাঙ্কর সঙ্গে তাঁর আলাপ নাকি দীর্ঘদিনের । জীবনের বিভিন্ন কঠিন সময়ে তিনি পাশে পেয়েছেন দেবাঙ্ককে । সেই কারণেই তিনি মনে করেছেন, এই মানুষটার সঙ্গেই বোধহয় গোটা জীবনটা কাটাতে পারবেন তিনি । সেই কারণেই দেবাঙ্কের সঙ্গে সাত পাকে বাঁধার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা ।
সোশ্যাল মিডিয়ায় দেবাঙ্ক পোস্ট করেছেন, 'গীতগোবিন্দ থেকে Metro In Dino.. এভাবেই চলুক আমাদের love আজ কাল পরশু তরসু and so on..' এই ছবিতে দেখা যাচ্ছে, রূপার সামনে হাঁটু গেড়ে বসেছেন দেবাঙ্ক । তাঁকে যেন প্রেম নিবেদন করছেন । সোশ্যাল মিডিয়ায় এই ছবি দেখে আপ্লুত অনুরাগীরা । তাঁরা সবাই নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন রূপাকে । বিয়েতে হাজির ছিলেন রূপার বন্ধুরা । কাঞ্চনা, সুদীপ্তা, সবাই দেবাঙ্কর প্রশংসায় পঞ্চমুখ ।