কলকাতা: ধারাবাহিকের পর্দায় ফের প্রধান চরিত্রে অভিনয়, অন্যদিকে প্রথমবার রুপোলি পর্দায় পা রাখা। সন্দীপ্তা সেনের ভাষায়, এটা তাঁর কাছে 'লাকি জুলাই'। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ধারাবাহিকের শ্য়ুটিং। বৃষ্টিভেজা সেট থেকে লাল পাড় সাদা শাড়িতে জি বাংলার 'করুণাময়ী রানি রাসমণি' ধারাবাহিকের সেটে ঝলমল করছেন সন্দীপ্তা। কেমন ছিল মা সারদা হয়ে ওঠার গল্প? সন্দীপ্তার কথায়, 'যে কোনও অভিনেত্রীর কাছে মা সারদার চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া সৌভাগ্যের'।


ছোটপর্দা আর বড়পর্দা কী করে একসঙ্গে সামলাচ্ছেন সন্দীপ্তা? অভিনেত্রী বলছেন, 'অনেকদিন পর ছোটপর্দায় ফিরছি। সেটাও এমন একটা চ্যালেঞ্জিং চরিত্র নিয়ে। একসঙ্গে তিনটে প্ল্যাটফর্মে কাজ করছি। মা সারদার চরিত্র তো বাঙালির মনে গেঁথে রয়েছে। প্রত্যেক বাঙালির ঘরেই বোধহয় মা সারদার ছবি রয়েছে। আমি নিজে শ্রী রামকৃষ্ণ, সারদাদেবীর গল্প শুনে বড় হয়েছি। এই চরিত্রটা নিয়ে আমি খুব উৎসুক। তবে ভীষণ চ্যালেঞ্জিং এই চরিত্রটা আমার কাছে। চেষ্টা করছি ১০০ শতাংশ দিয়ে ছবিতে কাজ করার। আর জীবনে প্রথমবার বড়পর্দায় পা রাখছি মৈনাক ভৌমিকের ছবির হাত ধরে। ভীষণ এক্সাইটেড আমি। ঠিক সামলে নেব। আর কবে কোথায় শ্যুটিং করতে যাব সেটা তো আমার টিম ঠিক করে। সেই চাপটা আমায় নিতে হয় না।'


কেমন ছিল সন্দীপ্তার এই যাত্রাটা? 'দুর্গা' ধারাবাহিক দিয়ে আমার কাজ শুরু। তারপর 'টাপুর টুপুর'। ওই ধারাবাহিকে আমার চরিত্রটা ছিল ভীষণ মুখরা একটা মেয়ের। এরপর 'তুমি আসবে বলে'-তে আমার চরিত্রটা আবার এক্কেবারে আলাদা। 'প্রতিদান'-এ আবার ১০ রকম সম্পূর্ণ ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছি। 'আস্তে লেডিস' সিরিজে মেঘার চরিত্রটা বেশ সাহসী ছিল। আবার ডঃ নিমা প্রধান আবার বেশ অন্যরকম চরিত্র। আর মা সারদা তো বাঙালির মনে একটা অন্যরকম জায়গায় রয়েছেন। আমার টাইপকাস্ট হওয়ার কোনও প্রশ্নই নেই।


প্রথম দিনের শ্যুটিং এর অভিজ্ঞতা কেমন? সন্দীপ্তা বলছেন, 'যে কোনও অভিনেত্রীর কাছে মা সারদার চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া সৌভাগ্যের'। এর আগে যখন ধারাবাহিকের সেটটা দেখতাম, মা কালীর মূর্তিটা দেখতাম, মনে হত, ইস..এখানে যদি যেতে পারতাম। সেটটা বড় ভালো। আজ এখানে এসে কাজ করছি। ভীষণ ভালো লাগছে। সৌরভ এত ভালো অভিনয় করে। আমি 'শতরুপে সারদা' বলে একটা বই পড়ছি। আরও অনেকে অনেক বইয়ের নাম বলছেন। পড়ব। এই চরিত্রটায় নিজেকে তৈরি করার জন্য রিসার্চ ছাড়া উপায় নেই।'