মুম্বই: বর্ষীয়াণ অভিনেত্রী শাবানা আজমি (Shabana Azmi) শেষ করলেন তাঁর আগামী ছবি 'ঘুমর'-এর (Ghoomar) শ্যুটিং।
'ঘুমর' ছবির শ্যুটিং শেষ
বুধবার শাবানা আজমি ইনস্টাগ্রামে শ্যুটিং শেষের খবর ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। তবে এই ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে কিছু সিনের শ্যুটিং করা এখনও বাকি তাঁর।
ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'ঘুমরের র্যাপ হয়ে গেল শুধু অমিতাভ বচ্চনের গেস্ট অ্যাপিয়ারেন্সের একদিনের শ্যুটিং বাকি। আর বালকি, সাইয়ামি খের, অভিষেক বচ্চন, অঙ্গদ বেদি মজা হল খুব। সব কীরকম তাড়াতাড়ি শেষ হয়ে গেল।' সেট থেকে একটি ছবিও পোস্ট করেন শাবানা আজমি।
আর বালকি পরিচালিত, 'ঘুমর' ছবিটি হাঙ্গেরির ডান হাতি শ্যুটার ক্যারলি টাকাসের ওপর নির্ভর করে তৈরি হয়েছে। তিনি অলিম্পিকে দুটো সোনার পদক জিতেছেন কিন্তু সেখানে খেলেছেন বাঁ হাতে কারণ তাঁর ডান হাত আহত হয়ে। এই ছবিটি বায়োপিক না হলেও খেলোয়াড়ের জীবনিশক্তিকে উদযাপিত করবে।
ছবিতে শাবানা আজমি ছাড়াও অভিষেক বচ্চন, অঙ্গদ বেদি, সাইয়ামি খের এই ছবিতে কাজ করেছেন। অমিতাভ বচ্চন রয়েছেন অতিথি শিল্পী হিসেবে।
আরও পড়ুন: Farhan Akhtar: 'মিস মার্ভেল' সিরিজে ফারহান আখতারের প্রথম লুক প্রকাশ্যে