মুম্বই: ছোটপর্দার দুই জনপ্রিয় তারকা শেহনাজ গিল (Shehnaaz Gill) ও সিদ্ধার্থ শুক্লর (Sidharth Shukla) মধ্যে যে প্রেমের সম্পর্কের সূচনা হতে দর্শক দেখেছিল, তা এখনও সাধারণ মানুষ বেশ পছন্দ করেন। মাত্র ৪০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। কিন্তু শেহনাজের মনে এখনও প্রিয় 'সিড'-এর জায়গা যে অক্ষত তা তাঁর একাধিক পোস্টেই স্পষ্ট বোঝা যায়। ১২ ডিসেম্বর সিদ্ধার্থের জন্মদিন (Happy Birthday Sid)। এই দিনে বিশেষ পোস্ট করলেন অভিনেত্রী।


সিদ্ধার্থের স্মরণে শেহনাজ


তাঁদের প্রেমকাহিনি এখনও দর্শকের মনে টাটকা। 'বিগ বস ১৩'-এ প্রথম আলাপ, কাছে আসা। সেই থেকে তাঁদের মধ্যে সম্পর্কের গভীরতা বাড়ে। কিন্তু ২০২১ সালের ২ সেপ্টেম্বর, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সিদ্ধার্থের। শোকের ছায়া নামে বিনোদন জগতে। স্তব্ধ হয়ে যান অভিনেত্রীও।


কিন্তু সময়ের স্রোত কারও জন্যই থেমে থাকে না। তবে কিছু জিনিস মনে রয়ে যায়। প্রিয় মানুষের জন্মদিনে রাত ১২টার পর একটি ছবি পোস্ট করেন শেহনাজ। ক্যাপশনে লেখেন, 'তোমার সঙ্গে আবারও দেখা হবে। ১২ ১২।' সঙ্গে সাদা হার্ট ইমোজি। ছবিতে সিদ্ধার্থের সেই মন ভোলানো হাসি। 


 






এছাড়া এদিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কেকের ছবিও পোস্ট করেন তিনি। তাতে লেখা '১২:১২'। অপর কেকে লেখা 'সিড'। মনের মানুষ সশরীরে উপস্থিত না থাকলেও তাঁর জন্মদিন পালনে কোনও ত্রুটি রাখেননি শেহনাজ।












প্রসঙ্গত, সিদ্ধার্থ শুক্ল একাধিক হিন্দি ধারাবাহিক ও বলিউড ছবিতে অভিনয় করেছেন। 'বালিকা বধূ', 'ব্রোকেন বাট বিউটিফুল ৩', 'দিল সে দিল তক' এর মতো ধারাবাহিকে দেখা গেছে তাঁকে। এছাড়া 'বিগ বস ১৩' ও 'ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কে খিলাড়ি ৭'-এর বিজয়ী তিনি। ৪০ বছর বয়সে ২০২১ সালের ২ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। 


আরও পড়ুন: Shah Rukh Khan: 'বেশরম রং' মুক্তির আগে নিজের লুক শেয়ার কিং খানের, বাড়ল উত্তেজনার পারদ


অন্যদিকে, সিদ্ধার্থের শোক কাটিয়ে ফের কাজে ফিরেছেন শেহনাজ গিলও। শুরু করেছেন নিজস্ব চ্যাট শো 'দেসি ভাইবস উইথ শেহনাজ গিল'। এছাড়া ২০২৩ সালে সলমন খানের 'কিসি কা ভাই, কিসি কি জান' ছবির হাত ধরে বলিউডে ডেবিউ করতে চলেছেন অভিনেত্রী।