সোনালি চৌধুরী, ছোট পর্দায় গ্ল্যামারাস অভিনেত্রীদের মধ্যে অন্যতম। বাংলা ধারাবাহিকের দর্শক এই অভিনেত্রীকে এক নামেই চিনে নেবেন।‘অগ্নিপরীক্ষা’, ‘জলনুপুর’, ‘ইচ্ছে নদী’, ‘মা’ এর মতন বহু ধারাবাহিকে অভিনয় করেছেন সোনালি চৌধুরী। ‘শিবা’, ‘ছ-এ ছুটি’ মত একাধিক ছবিতেও তাঁর অভিনয় মন কেড়েছিল দর্শকের।


একটা সময় তিনি দাপিয়ে বাংলা ধারাবাহিকে কাজ করে মন জয় করেন দর্শকের, যদিও বেশ কিছু সময় ধরে তাঁকে আর পর্দায় দেখা যায়নি।


তবে এবার প্রকাশ্যে এল নতুন খবর। মা হলেন অভিনেত্রী সোনালি চৌধুরী। বহুদিন পর্দার আড়ালে থাকার পর নিজেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে এনেছিলেন তিনি। গতবছরই তিনি জানিয়েছিলেন যে তিনি মা হতে চলেছেন। করোনাকালে চারিদিকে যখন শুধুই খারাপ খবর, তখন সোনালির মা হওয়ার খবরে বেশ খুশি তাঁর ভক্ত থেকে শুরু করে নেটাগরিকরা। আপাতত সব নেগেটিভ চিন্তা দূরে সরিয়ে পজিটিভ চিন্তা করতে চান অভিনেত্রী। এখন সন্তানই তাঁর ধ্যানজ্ঞান বলে জানিয়েছেন অভিনেত্রী।


অভিনেতা বিশ্বনাথ বসু সোশ্যাল মিডিয়ার একটি ছবি পোস্ট করে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। সূত্রের খবর অনুযায়ী, বুধবার সকালে একটি বেসরকারী হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী। ইতিমধ্যেই জানা গেছে, মা ও ছেলে দুজনেই ভালো আছেন। প্রসঙ্গত সোনালি এবং তাঁর স্বামী রজত ঘোষ দস্তিদারের এটিই প্রথম সন্তান।


অনেকেই হয়তো জানেন সোনালির স্বামী রজত ঘোষ দস্তিদার এককালের মাঠ কাঁপানো ফুটবলার। ইদানিং তিনি ফুটবলের ধারাভাষ্য দেন ।রজতের পছন্দের ফুটবলার জার্মানির অলিভার কান। সোনালি ও রজন তাঁর নামেই নিজের সন্তানের নাম রাখলেন অলিভার।


সূত্রের খবর, মাতৃত্বকালীন ছুটিতে ডায়েট ভুলে জামিয়ে ইচ্ছেমতো খাওয়া দাওয়া করেছেন সোনালি। তবে সন্তান একটু বড় হলেই কাজে ফিরবেন বলে জানিয়েছেন সোনালি।


মা-বাবা হিসেবে সোনালী ও রজতের জন্য জীবনে শুরু হল নতুন অধ্যায়। তাঁদের এই নতুন ইনিংস ভালো কাটবে এমনই আশা শুভাকাঙ্খীদের।