তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: তাঁকে ঘিরে অনেক চর্চা, অনেক বিরুদ্ধ মত থাকলেও, গুণমুগ্ধের সংখ্যা নেহাৎ কম নয়। ব্যক্তিজীবনে অবশ্য নিজের ভাবনা, মতামত নিয়ে যথেষ্ট খোলামেলা, সোজাসাপ্টা তিনি। ছোটপর্দা থেকে শুরু করে বড়পর্দা.. ২০২৩ বদলে দিয়েছে তাঁর কেরিয়ারের গতিপথ। জীবনও। তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও দর্শকদের আগ্রহ কিছু কম নেই। তাঁর সঙ্গে বারে বারে জড়িয়েছে একাধিক অভিনেতার নাম। তবে নিজের সম্পর্কে শোনা সবচেয়ে বড় গুঞ্জন কী শুনেছেন, সেই প্রশ্ন করলে হাসতে হাসতে সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo) উত্তর দেন, 'আমি নাকি প্রেম করছি...'
সৌমিতৃষা কুণ্ড। ছোটপর্দার 'মিঠাই'। বড়পর্দার 'রুমি'। ব্যক্তিগত জীবনে প্রেম এসেছিল তাঁর? সম্পর্ক নিয়ে কী কী প্রত্যাশা রয়েছে তাঁর? এবিপি লাইভকে (ABP Live) দেওয়া সাক্ষাৎকারে, নিজের প্রেমজীবন নিয়ে অকপট সৌমিতৃষা। স্কুলজীবনে নাকি ভীষণ শাসনে থাকতেন তিনি, সুযোগই পাননি প্রেম করার! অভিনেত্রী বলছেন, 'স্কুল হোক বা টিউশন.. বাবা-মা সবসময়েই আমায় সঙ্গে করে নিয়ে যেতেন, নিয়ে আসতেন। আমি খালি দেখতাম স্কুলে বন্ধুরা ব্যাগে করে পোশাক নিয়ে আসত, স্কুল পালিয়ে ঘুরতে যেত। আমাকেও বলত যেতে। পারতাম না, ভয়ে বসে থাকতাম। একবার আমারই ব্যাচের একটি ছেলের সঙ্গে একটু কথা হল, মেসেজ করা হল। তারপরে সে বলল, 'তোমার সঙ্গে তো দেখাই করতে পারি না।' আমি তাকে বলেছিলাম, 'আর ১টা বছর অপেক্ষা করো। স্কুল শেষ হয়ে গেলে, কলেজে উঠলে বলেছে আমায় একা ছাড়বে।' কিন্তু সে এমনই পাগলামি শুরু করল, আমি ভাবলাম, ধ্যুর এই প্রেম হওয়ার নয়।'
স্কুল-কলেজ পেরিয়ে, সৌমিতৃষা এখন নায়িকা। এখন প্রেমে পড়তে রাজি? সৌমিতৃষা বলছেন, 'প্রেম প্রস্তাব পেয়েছি অনেক। হয়তো ভালও লেগেছে। তবে কিছুদিন কথা বলার পরে আমি নিজেই সেই জায়গাটা থেকে সরে এসেছি। মনে হয়েছে, হয়তো পর্যাপ্ত সময় দিতে পারব না, বিশ্বাস করতে পারব না। আসলে কমিটমেন্টে যেতে ইচ্ছা করে না আর। যা চলছে চারপাশে, সম্পর্কে জড়াতে ইচ্ছা করে না।'
কখনও মনের মানুষ জীবনে এলে, কেমন হবেন তিনি? সৌমিতৃষা বলছেন, 'আমার প্রথমেই মনে হয়, একে অপরকে বিশ্বাস করতে হবে। সারাদিন কথা বলার প্রয়োজন নেই, তবে একে অপরের প্রতি সম্মানটা থাকে যেন। কেউ পারফেক্ট নয়। আমার মনে হয় একটু যদি মানিয়ে নিতে পারি, তাহলে সব সম্পর্কই টিঁকে যায়। আমায় একজন সমমনস্ক মানুষকে পেতে হবে। আর হ্যাঁ.. হাসিটা সুন্দর হতে হবে। একটু লম্বা হতে হবে... আর হ্যাঁ.. বসে ভাঁড়ে চা খেতে হবে। নাহলে তো কথাই এগোবে না।'
আরও পড়ুন: Bastar: 'দ্য কেরালা স্টোরি' পরিচালকের আগামী ছবিতে বাঙালি যোগ, আদাহর সঙ্গে থাকছেন রাইমাও