কলকাতা: এই ছবি নিয়ে যথেষ্ট আকর্ষণ বা আগ্রহ রয়েছে অনুরাগীদের। থাকবে নাই বা কেন। এই পরিচালকদের ছবি 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story) তোলপাড় ফেলে দিয়েছিল। আর এবার, সেই টিমই আনছে এক নতুন ছবি। নাম, 'বস্তার' (Bastar)। আজ প্রকাশ্যে এল এই ছবির মুক্তির দিন। চলতি বছরের, মার্চ মাসের ১৫ তারিখ মুক্তি পাবে এই ছবি। 


এই ছবির মুখ্যভূমিকায় রয়েছেন আদাহ শর্মা (Adah Sharma), শিল্পা শুক্ল (Shilpa Shukla) ও বাঙালি অভিনেত্রী রাইমা সেন (Raima Sen)। ছবি পরিচালনার দায়িত্ব রয়েছে সুদীপ্ত সেন (Sudipta Sen)-এর কাঁধেই। ছবির চিত্রনাট্য লিখেছেন, অমরনাথ ঝাঁ ও সুদীপ্ত সেন খোদ। এছাড়াও এই ছবিতে রয়েছেন যশপাশ শর্মা (Yashpal Sharma), অনাংশ বিশ্বাস (Anangsha Biswas) ও অন্যান্যরা। 'বস্তার-দ্য নকশাল স্টোরি' (Bastar- The Naxal Story) মুক্তি পাবে মার্চ মাসের ১৫ তারিখ।


সুদীপ্ত সেন পরিচালিত ও বিপুল শাহ প্রযোজিত 'দ্য কেরালা স্টোরি' ছবি ঘিরে বিতর্কের ঝড় ওঠে সর্বত্র। কখনও রাজনৈতিকভাবে, তো কখনও আবার চর্চায় উঠে আসে ছবির অন্যান্য দিকও। এই ছবিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল কেরল ও পশ্চিমবঙ্গ সরকার। এরপরে সেই বিতর্ক গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। অন্যদিকে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা সহ একাধিক বিজেপি শাসিত রাজ্যে এই ছবিকে করমুক্ত বলে ঘোষণা করা হয়েছিল। দর্শক ও রাজনীতিকদের একাংশ এই ছবিকে 'প্রপাগান্ডা' বা 'উদ্দেশ্যপ্রণোদিত' ছবির তকমাও দেয়। একদিকে যেমন বিতর্ক সত্ত্বেও এই ছবি বক্স অফিসে ছাপ ফেলার মতো ব্যবসা করেছিল। তেমনই অন্যদিকে, এই ছবির প্রদর্শন বন্ধ করার জন্য একাধিক 'হিংসা'র ঘটনাও ঘটেছিল। কোথাও হুমকি ফোন পেয়েছিলেন হল মালিকেরা, তেমনই আবার কোথাও হুমকি এসেছিল যে এই ছবি প্রদর্শিত হলে সিনেমা হল পর্যন্ত উড়িয়ে দেওয়া হতে পারে বোম মেরে। তবে সুদীপ্তর আগামী ছবি 'বস্তার-দ্য নকশাল স্টোরি' নিয়েও দর্শকদের প্রত্যাশা রয়েছে। পরিচালকদের দাবি, বিভিন্ন সত্য ঘটনাকে তুলে ধরা হবে এই ছবিতে। 


আরও পড়ুন: Fighter Trailer: দীপিকার মতে, হৃতিকের সঙ্গে তাঁর রসায়নই সেরা, 'ফাইটার'-এর ট্রেলারে মিলল সেই ঝলক?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।