কলকাতা: করোনা আক্রান্ত হলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এদিন নিজের ফেসবুক প্রোফাইলে একথা জানিয়েছেন তিনি। অভিনেত্রী এও বলেন যে, আগে তাঁর মাথা ব্যথা ও জ্বরের মত কোভিড উপসর্গ থাকলেও এখন মাথা ও কান ভার হয়ে রয়েছে তাঁর। 


বৃহস্পতিবার রাতে কোভিড পরীক্ষা করিয়েছিলেন শ্রীলেখা। শুক্রবার সন্ধেয় সেই রিপোর্ট পজিটিভ আসে। 



একের পর এক কোভিড কোপে বিপর্যস্ত টলিউড। গতকালই করোনা আক্রান্ত হয়েছেন টলিউডের প্রথম সারির ৬ তারকা। করোনা আক্রান্ত (Corona Positive) অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেতা জানালেন, তিনি ও তাঁর পরিবারের সবাই করোনা আক্রান্ত। সেইসঙ্গে অভিনেতা সবাইকে করোনার সুরক্ষাবিধি মেনে চলার অনুরোধ করেছেন।                      


করোনার কোপে কার্যত ঘায়েল টলিউড। একদিনে টলিউডে করোনা আক্রান্ত প্রথম সারির ৬ তারকা। করোনা আক্রান্ত পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, রেশমি সেন, মিমি চক্রবর্তী, রুক্মিণী মৈত্র ও দেব। মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) পর করোনা আক্রান্ত রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। আগে থেকেই জ্বরে আক্রান্ত ছিলেন রুক্মিণী। চিকিৎসকের পরামর্শে করোনা পরীক্ষা করিয়েছিলেন তিনি। এরপর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে তাঁর। সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন তিনি নিজেই।                                                  


অভিনেত্রী রুক্মিণী মৈত্রের (Rukmini Maitra) পর এবার করোনা আক্রান্ত অভিনেতা সাংসদ দেব অধিকারী (Dev)। সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করে করোনা পজিটিভ হওয়ার খবর নিজেই জানিয়েছেন অভিনেতা। দেব জানিয়েছেন, তিনি বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন। প্রায় উপসর্গহীন হলেও অভিনেতার করোনা (corona) রিপোর্ট পজিটিভ এসেছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেব লিখেছেন, 'সবার চিন্তার জন্য ধন্যবাদ। আমি করোনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছি। আমি কোভিড পজিটিভ এবং প্রায় উপসর্গহীন। বাড়িতেই নিভৃতবাসে রয়েছি। চিকিৎসকদের পরামর্শ নিচ্ছি।'