তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: সদ্য আইনি বিবাহ সেরেছেন তিনিও। দিন গুনছেন, প্রস্তুতি নিচ্ছেন সামাজিক বিয়ের। সেই সঙ্গে জোরকদমে চলছে ধারাবাহিকের শ্যুটিংও.. সামনে ছুটি যে। আজ অনুপম রায়ের (Anupam Roy) বিয়ের খবর শুনেছেন শ্যুটিং ফ্লোরেই। যাঁর গানের অন্ধ ভক্ত, তাঁর বিয়ের খবর শুনে কী মনে হয়েছে? শুধুই আনন্দ নাকি কোথাও যেন নিজের গল্পের সঙ্গেই মিলে গিয়েছে অনুপমের গল্পটাও? শ্যুটিং শেষ করে বাড়ি ফিরতে ফিরতে, এবিপি লাইভের কাছে (ABP Live) অনুপম রায়ের (Anupam Roy) বিয়ের খবর নিয়ে মুখ খুললেন শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chottoraj)।
১৪ ফেব্রুয়ারি কাঞ্চন মল্লিকের (Kanchan Mallick) সঙ্গে আইনি বিয়ে সেরেছেন শ্রীময়ী। সোশ্যাল মিডিয়ায় সেই খবর ছড়িয়ে পড়তেই, একদিকে যেমন শুভেচ্ছাবার্তা এসেছে যুগলের কাছে, তেমনই শ্রীময়ীর কপালে জুটেছে কটাক্ষ, ট্রোলিং। সেইসবকে অবশ্য পাত্তা দিতে এখন নারাজ অভিনেত্রী। নিজের বিয়ে, স্বপ্নপূরণের পরিকল্পনায় বুঁদ তিনি। তবে তার মধ্যেও ট্রোলিংয়ের মানসিকতা নিয়ে সোজাসাপ্টা জবাব তাঁর।
শ্রীময়ীর মতো, অনুপমকেও কি সোশ্যাল মিডিয়ায় 'কঠিন পরীক্ষা' দিতে হবে বিয়ের সংবাদে? অভিনেত্রী বলছেন, 'আমরা পরিচিত মুখ, কিন্তু তার বাইরে গিয়েও, একজন সাধারণ মানুষ। বিয়ের সিদ্ধান্তটা সম্পূর্ণ দুজন মানুষের ব্যক্তিগত। এর আগে সোশ্যাল মিডিয়ায় কাঞ্চনকে বুম্বাদা (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়), শ্রাবন্তীদি (চট্টোপাধ্য়ায়ের) সঙ্গে তুলনা করা হচ্ছিল। এখন অনুপমদাকে নিয়েও শুরু হয়েছে। অথচ যে মানুষগুলো এইসব বলছেন, তাদের এই যোগ্যতায় পৌঁছনোর ক্ষমতাই নেই। অথচ এরপরে যখন কোনও শো হবে, এই মানুষেরাই ভিড় জমাবেন। অর্থাৎ, যে খ্যাতি ওদের রয়েছে, তা নিজের যোগ্যতা দিয়ে অর্জন করতে হয়েছে। একজন মানুষ কাকে ভালবাসবেন, কতবার বিয়ে করবেন সেটা নিয়ে সমাজের এত মাতামাতি কিসের! বিয়ে তো হচ্ছে দুজন মানুষের। তাঁরা একে অপরের সঙ্গে ভাল-মন্দ ভাগ করছেন। কেউ রাস্তায় মাইক নিয়ে বেরিয়ে নিজেদের সম্পর্ক জাহির করতে যাননি। কাউকে বিব্রতও করেননি। এখন মোবাইলের আড়ালে লুকিয়ে মন্তব্য করাটা বড় সোজা। আমি তো বলব, এই সমস্ত কাজে মন না দিয়ে, নিজেদের সম্পর্ক, পরিবার দেখুন। আপনাদের এত আফশোশ কেন? আপনি পেলেন না তাই? বুঝতে পারছি না।'
ব্যক্তিগতভাবে অনুপমের অন্ধ ভক্ত শ্রীময়ী। প্রিয় গায়কের নতুন জীবন শুরুর কথা শুনে তিনি বলছেন, 'অনুপমদা অত্যন্ত ভাল, খুব শান্ত একজন মানুষ। যাঁর সঙ্গে নির্দ্বিধায় গল্প করা যায়। অনুপমদা আর প্রস্মিতাদিকে অনেক শুভেচ্ছা। ওঁরা যেন আগামীদিনে ভাল থাকে, সুখী থাকে, আনন্দে থাকে।'