কলকাতা: 'আমাদের কাজ আপনাদের বিনোদন দেওয়। আপনাদের থেকে অযথা কুমন্তব্য গ্রহণ করা নয়।' বর্ণবিদ্বেষ ইস্যুতে একবার বিস্ফোরক টলিউড অভিনেত্রী তুহিনা দাস। সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করে তুহিনা লিখছেন, 'একবার যদি কোনও কথা বলে ফেলেন, তাহলে তা আর ফেরানো যায় না। তাই শব্দ বাছার সময় আরও সচেতন হোন।'


অপর্ণা সেন পরিচালিত 'ঘরে বাইরে আজ' ছবির হাত ধরে রুপোলি পর্দায় পথ চলা শুরু তুহিনা। বৃন্দার চরিত্রে তুহিনাকে দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। তুহিনার বিপরীতে ছবিতে দেখা গিয়েছিল দুই দুঁদে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য ও যীশু সেনগুপ্তকে। এরপর একাধিক ছবি ও ওয়েব সিরিজে অভিনয় করেছেন তুহিনা। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় অভিনেত্রী। আজ লম্বা পোস্টে বর্ণবিদ্বেষ ও অভিনেত্রীদের নিয়ে নিজের মনের কথা তুলে ধরলেন তুহিনা।


অভিনেত্রী লিখছেন, 'আমি ভাগ্যবান, যে আমি সিনেমা ইন্ডাস্ট্রিতে যে সব মানুষের সঙ্গে এখনও পর্যন্ত কাজ করেছি, তাঁরা জীবনের অন্ধকার ও আসোর মধ্যে সবসময় সাম্য বজায় থেকেছে। যতটা না খারাপ মানুষ দেখেছি তার থেকে অনেক গুণ বেশি ভাল মানুষের সান্নিধ্যে এসেছি আমি। আর সোশ্যাল মিডিয়ায় মুখোশের আড়ালে থেকে যাঁরা সেক্সিস্ট, মিসোজিনিস্ট ও রেসিস্ট কমেন্ট করেন তাদের পাল্টা উত্তর দেওয়াটা কখনও কখনও খুব জরুরী হয়ে দাঁড়ায়। আপনাদের, দর্শকদের বিনোদন দেওয়া আমাদের কাজ। কিন্তু আপনাদের কাছ থেকে অযথা কুমন্তব্য শোনাটা আমাদের কাজের মধ্যে পড়ে না। একবার যদি কোনও কথা বলে ফেলেন, তাহলে তা আর ফেরানো যায় না। তাই শব্দ বাছার সময় আরও সচেতন হোন।'


সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং আর কুমন্তব্য জর্জরিত বাংলা ধারাবাহিকের জনপ্রিয় মুখ শ্রুতি দাস। বাধ্য হয়েই লালবাজারের সাইবার সেলে অভিযোগ দায়ের করেছেন তিনি। ৭ জন অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। এবার সেই একই ইস্যুই সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন তুহিনা দাস।