নয়াদিল্লি: তুনিশা শর্মা মৃত্যু কাণ্ডে (Tunisha Sharma Death Case) গ্রেফতার অভিনেতা শিজান খান (Sheezan Khan) তাঁর চুল না কাটার (No Hair Cut) ও মেডিক্যাল কাউন্সেলিং (medical counselling) করানোর অনুরোধ করেন বলে খবর সূত্রের। অভিনেতা শিজান খানের ক্ষেত্রে বিচারাধীন অভিযুক্তদের পরিচালনার বিষয়ে জেল নির্দেশিকা অনুসরণ করা হবে, কর্তৃপক্ষ সোমবার মহারাষ্ট্রের পালঘর জেলার একটি আদালতকে জানিয়েছিল।


তুনিশা শর্মা মৃত্যু তদন্তে জেলে শিজান, তাঁর অনুরোধ কি মানা হল?


সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, চুল কাটা, জেলের নিরাপত্তা বৃদ্ধি এবং মেডিক্যাল কাউন্সেলিংয়ের জন্য শিজান খানের অনুরোধগুলি বাসাই আদালত মঞ্জুর করেছে। আগামী এক মাসের জন্য, টেলিভিশন অভিনেতার চুল কাটা হবে না।


এর আগে, ঠাণে সেন্ট্রাল জেল কর্তৃপক্ষ শিজান খানের আইনজীবী শৈলেন্দ্র মিশ্রের দাখিল করা একটি আবেদনের জবাবে বাসাই সেশন কোর্টে তাদের আবেদন জানিয়েছিল যে অভিনেতা তাঁর সিরিয়ালের চিত্রগ্রহণের সময় উপস্থিতিতে ধারাবাহিকতার জন্য চুল না কাটার অনুমতি চেয়েছিলেন।                                          


প্রসঙ্গত, আগামী ৭ জানুয়ারি শিজান খানের জামিন আবেদনের শুনানির দিন ধার্য রয়েছে।


আরও পড়ুন: 'Pushpa: The Rise': রাশিয়ায় অব্যাহত 'পুষ্পারাজ', মুক্তির ১ মাস পরেও ৭৭৪ প্রেক্ষাগৃহে চলছে সিনেমা


টেলিভিশন অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যুর তদন্ত যত এগোচ্ছে ততই একাধিক প্রশ্ন উঠে আসছে। ইতিমধ্যেই গ্রেফতার করে জেল হেফাজতে রাখা হয়েছে অভিনেত্রীর প্রাক্তন প্রেমিক ও সহ-অভিনেতা শিজান খানকে। সোমবার অভিযুক্তের আইনজীবী ও পরিবারের লোকজন সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে অভিনেতার মা কহেকশন ফৈজি (Kehekshan Faisi) জানান যে তাঁকে একটি আবেগঘন ভয়েসমেল পাঠিয়েছিলেন অভিনেত্রী। সোমবার মুম্বইয়ে সাংবাদিকদের সামনে সেটি শোনানোও হয় বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। সংবাদ সংস্থা সূত্রে খবর, ওই ভয়েস মেসেজ শুনেই পরিষ্কার হয়ে যাচ্ছিল যে কোনও বিষয় নিয়ে বেশ ঘেঁটে ছিলেন অভিনেত্রী। তাঁকে বলতে শোনা যায়, 'আপনি আমার কাছে খুব মূল্যবান, আম্মা, অনেকটা মূল্যবান... আপনি জানেনও না, সেই কারণে আপনার সঙ্গে সব কথা শেয়ার করতে ইচ্ছা করে। সেই কারণে আমার মনে যাই চলবে, আমি আপনাকে জানাব... কিন্তু জানি না, জানি না, কী যে হচ্ছে আমার নিজেরই জানা নেই।'