নয়াদিল্লি: আমদাবাদে (Ahmedabad) ভারত বনাম পাকিস্তান (India VS Pakistan) ম্যাচ দেখতে গিয়ে সোনায় মোড়া আইফোন (lost iPhone) হারালেন অভিনেত্রী ঊর্বশী রাউতেলা (Urvashi Rautela)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আর্জি জানালেন, কেউ খোঁজ পেলে যেন তাঁকে খবর দেন। অনুরাগী ও পুলিশের কাছে চাইলেন সাহায্য।
ভারত-পাক ম্যাচ দেখতে গিয়ে সোনার আইফোন হারালেন ঊর্বশী
শনিবার গোটা দেশের নজর ছিল আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের (Narendra Modi Stadium) দিকে। বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচ, ভারত বনাম পাকিস্তান। ম্যাচের শেষে উচ্ছ্বসিত ভারতবাসী, সৌজন্যে অবশ্যই রোহিত-বাহিনী। কিন্তু মন খারাপ অভিনেত্রী ঊর্বশী রাউতেলার।
রবিবার সোশ্যাল মিডিয়ায় কাতর আর্তি অভিনেত্রীর। লিখলেন, 'আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আমি আমার ২৪ ক্যারেট আসল সোনার আইফোন হারিয়ে ফেলেছি। যদিও কেউ সেটার খোঁজ পান, দয়া করে সাহায্য করুন। আমার সঙ্গে যত দ্রুত সম্ভব যোগাযোগ করুন। বা কেউ সাহায্য করতে পারে ট্যাগ করুন।' তাঁর পোস্টে অভিনেত্রী স্টেডিয়াম ও আমদাবাদ পুলিশের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলগুলিকে ট্যাগও করেছেন।
অভিনেত্রীর পোস্টে কমেন্ট করেছেন আমদাবাদ পুলিশ। লেখা হয়েছে, 'মোবাইল ফোনের ডিটেলস'। এই পোস্টে আকাঙ্ক্ষা রঞ্জন ট্যাগ করেছেন আথিয়া শেট্টিকে, তাঁর স্বামী তারকা ক্রিকেটার কে এল রাহুল, সেই সম্পর্কে।
অভিনেত্রীর সাহায্য চেয়ে এই পোস্ট তাঁর অনুরাগী ও ফ্যানেদের মধ্যে সমবেদনার সঞ্চার করেছেন। অনেকেই সাহায্য করার চেষ্টা করছেন, অনেকেই আবার তাঁকে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন।
ঊর্বশী রাউতেলাকে শেষ দেখা গিয়েছিল 'ইনস্পেক্টর অবিনাশ'-এ। বলিউডের ছবিতে তিনি অফিসিয়ালি ডেবিউ করেন সানি দেওলের 'সিং সাব দ্য গ্রেট' ছবির হাত ধরে। এছাড়া 'সনম রে', 'গ্রেট গ্র্যান্ড মস্তি', 'হেট স্টোরি ৪' ইত্যাদি ছবিতে দেখা গেছে তাঁকে। এরপর তাঁকে দেখা যাবে 'স্কন্ধা', 'দিল হ্যায় গ্রে' ও 'ব্ল্যাক রোজ'-এ।
প্রসঙ্গত, এদিনের হাইভোল্টেজ ম্যাচ দেখতে আমদাবাদে উপস্থিত ছিলেন একাধিক তারকা। ঊর্বশী রাউতেলা ছাড়াও গ্যালারিতে হাজির ছিলেন অরিজিৎ সিংহ, অনুষ্কা শর্মার মতো তারকারা। এদিনের ম্যাচে ৭ উইকেটে পাকিস্তানের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেয় ভারতীয় ক্রিকেট দল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন