নয়াদিল্লি: ভুয়ো তথ্য প্রচারের অভিযোগে এক সাংবাদিককে আইনি নোটিস (legal notice) পাঠালেন অভিনেত্রী ঊর্বশী রাউতেলা (Urvashi Rautela)। অভিনেত্রীর আইনি দলের (legal team) তরফে মানহানির (defamation) এই নোটিস পাঠানো হয়েছে সাংবাদিক উমৈর সান্ধুকে (Umair Sandhu)। সাংবাদিকের বিরুদ্ধে একটি ভুয়ো ট্যুইট (fake tweet) পোস্ট করার অভিযোগ রয়েছে। 


সাংবাদিককে আইনি নোটিস পাঠালেন ঊর্বশী


'সনম রে' অভিনেত্রী ঊর্বশী রাউতেলা রবিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি পোস্ট করে বলেন, 'আমার লিগাল টিম মানহানির আইনি নোটিস পাঠিয়েছে। আপনাদের মতো সাংবাদিকদের বানানো ও হাস্যকর ট্যুইটের জন্য অবশ্যই অসন্তুষ্ট। আপনি আমার অফিসিয়াল মুখপাত্র নন। এবং হ্যাঁ, আপনি অত্যন্ত অপক্ক একজন সাংবাদিক যে আমাকে ও আমার পরিবারকে অত্যন্ত অস্বস্তিতে ফেলেছেন।'


অভিযুক্ত সাংবাদিকের ট্যুইটের একটি ছবিও পোস্ট করেন অভিনেত্রী। ক্যাপশনে লেখেন, 'ভুয়ো'। কী ছিল সেই ট্যুইটে? সাংবাদিক উমৈর সান্ধুর ট্যুইট অনুযায়ী, দক্ষিণী তারকা নাগার্জুনের ছেলে অভিনেতা অখিল আক্কিনেনি ইউরোপে তাঁর নতুন ছবি 'এজেন্ট'-এর একটি গানের শ্যুটিং করার সময় ঊর্বশীকে উত্যক্ত করেন। সাংবাদিক ট্যুইটে এও দাবি করেন যে ঊর্বশী বলেছেন যে ওই পরিস্থিতিতে তিনি অস্বস্তিতে পড়ে যান। 


ঊর্বশী এই পোস্ট করার সঙ্গে সঙ্গে তাঁর পাশে দাঁড়ান অনুরাগীরা। একজন লেখেন, 'চিন্তা করবেন না। আমরা সবসময়ে আপনার সঙ্গে আপনার পাশে আছি।' 


 






উমৈর সান্ধু কুয়েতের একজন ইন্ডাস্ট্রি ট্র্যাকার। ঊর্বশীর করা পাল্টা পোস্ট যেখানে তাঁর বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ করা হচ্ছে, তার কোনও জবাব তিনি দেননি। 


আরও পড়ুন: 'Adipurush': 'ওই অতিরিক্ত পাঁচ-ছয় মাসে নিজেদের কাজকে উন্নত করি', বললেন 'আদিপুরুষ' পরিচালক


কাজের ক্ষেত্রে, হিন্দি সিনেমায় 'সিং সাব দ্য গ্রেট' ছবির হাত ধরে পথচলা শুরু ঊর্বশীর। কাজ করেছিলেন সানি দেওলের বিপরীতে। ঊর্বশী 'ওয়ালটায়ার ভেরায়া'র হাত ধরে তেলুগু ছবিতে আত্মপ্রকাশ করেছেন। এরপর তাঁকে আরও দুটি তেলুগু ছবিতে দেখা যাবে, 'ব্ল্যাক রোজ' যার অন্যতম। গত মাসে মুম্বইয়ে জেসন ডেরুলোর সঙ্গে দেখা যায় তাঁকে। 'সোনিয়ে' নামক মিউজিক ভিডিওয় একসঙ্গে কাজ করবেন ঊর্বশী ও জেসন।