নয়াদিল্লি: ২২ এপ্রিল, অক্ষয় তৃতীয়র শুভ লগ্নে প্রকাশ্যে এসেছে 'আদিপুরুষ' (Adipurush) ছবির নতুন লিরিক্যাল টিজার (Teaser)। রাম রূপে প্রভাসের (Prabhas) প্রথম লুকও প্রকাশ্যে এসেছে। কিন্তু এই ছবির প্রথম টিজার মুক্তির পর থেকেই উঠেছিল বিতর্কের ঝড়। পিছিয়ে দেওয়া হয় মুক্তির তারিখও। কী অবস্থা হয়েছিল তখন পরিচালকের?


'আদিপুরুষ' বিতর্কে পরিচালক ওম রাউত


মহাকাব্য 'রামায়ণ'-এর বিগ বাজেট অ্যাডাপটেশন এটি। ছবির প্রথম টিজার মুক্তি পেতেই সেখানে চরিত্রদের লুক দেখে সমালোচনার ঝড় ওঠে। পিছিয়ে যায় ছবির মুক্তি। তবে পরিচালক ওম রাউতের (Om Raut) কথায় তাতে তিনি আরও ভাবার সময় পেয়েছেন। এবং গোটা সময়টা তিনি ছবিটাকে আরও ভাল করার জন্য ব্যয় করেছেন। 


প্রভাস, কৃতী শ্যানন, সেফ আলি খান অভিনীত 'আদিপুরুষ' নিয়ে বিতর্ক শুরু হয় গত বছরের অক্টোবর মাসে ছবির প্রথম টিজার মুক্তির পর। নির্মাতাদের কটাক্ষের শিকার হতে হয় মূলত ছবির ভিএফএক্স কোয়ালিটির জন্য। এছাড়া হিন্দু দেবদেবীদের চরিত্রায়ণ নিয়েও শুরু হয় বিতর্ক। সেফ আলি খানের লঙ্কেশ লুকের ক্ষেত্রে অনেকেই ইসলামিক ছোঁয়া খুঁজে পান। কারণ রাক্ষসরাজের দাড়ি, গোফ, চুল। এর ফলে ছবির মুক্তি ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে জুন মাসে পিছিয়ে দেওয়া হয়। 


পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক ওম রাউত বলেন, 'ওই অতিরিক্ত পাঁচ-ছয় মাস পাওয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমরা ওই সময়টা আমাদের ভিস্যুয়াল এফেক্টস স্টুডিওয় দিই কাজটাকে আরও ভাল করার জন্য।'


তিনি আরও বলেন, 'চ্যালেঞ্জ সবসময়ই থাকে কিন্তু তার ফলে আমাদের ছবিই আরও ভাল হবে এবং আমাদের সফর শক্তিশালী হবে। বিশেষ করে এই ধরনের একটি সিনেমার ক্ষেত্রে, যা ভারতে প্রথম ধরনের, কারণ আমরা এমন প্রযুক্তি ব্যবহার করেছি যা মার্ভেলস, ডিসি এবং 'অবতার'-এর মতো বড় হলিউড ছবিতে দেখা যায়।' 


প্রযোজক টি সিরিজের ভূষণ কুমার বলেন বিপুল সমালোচনায় প্রথমে খুবই ভেঙে পড়ে ছবির গোটা টিম কিন্তু পরবর্তীকালে সেখান থেকেই শিক্ষা নিয়ে তাঁর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। তিনি বলেন, 'প্রথমেই সমালোচনার মুখে পড়ে, যা সর্বদাই স্বাস্থ্যকর বটে, আমরা খানিক মর্মাহত হয়েছিলাম কারণ আমরা সিনেমাটার জন্য খুব খেটেছিলাম। কিন্তু এর থেকে আমরা অনেক কিছু শিখেওছি।' তিনি আরও বলেন, 'আমরা মুভ অন করে যাই এবং মানুষের সাজেশন অনুযায়ী উন্নত করার চেষ্টা করি আমাদের কাজ। এখন আমরা আমাদের কাজ নিয়ে খুশি। এখন যা প্রতিক্রিয়া পাচ্ছি তা দুর্দান্ত।'


আরও পড়ুন: Kareena Kapoor Khan: রবিবারের জলখাবার পরিবেশনের দায়িত্বে ছোট ছেলে জাহাঙ্গির, ছবি শেয়ার করলেন করিনা


সানি সিংহ ও দেবদত্তা নাগ অভিনীত, 'আদিপুরুষ' ছবি মুক্তি পাবে ১৬ জুন। এর আগে ২০২৩ সালের 'ট্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যাল'-এ এই ছবি প্রিমিয়ার হবে।