মুম্বই: মুক্তির অপেক্ষায় রণবীর কপূর (Ranbir Kapoor), সঞ্জয় দত্ত (Sanjay Dutt) অভিনীত 'শামশেরা' (Shamshera)। এই ছবিতে রণবীরের বিপরীতে দেখা যাবে বলিউড অভিনেত্রী বাণী কপূরকে (Vaani Kapoor)। সম্প্রতি এক সাক্ষাৎকারে ঘোড়ায় চড়ার (Horse Riding) অভিজ্ঞতা শোনালেন বাণী।
ঘোড় সওয়ার বাণী কপূর
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান যে এই ছবির জন্য রীতিমতো ঘোড়ায় চড়ার ও চালানোর ট্রেনিং নিতে হয়েছে তাঁকে। অভিনেত্রী বলেন, 'ঘোড়ায় চড়ার জন্য সেই প্রাণীর সঙ্গে আত্মিক একটা যোগাযোগ তৈরি করতে হয়। নয়তো তোমাকে ঘাড় থেকে ফেলে দেবে। আমার মনে আছে আমি প্যাকেট ভর্তি বিস্কুট নিয়ে যেতাম। আর ওভাবেই ট্রেনারও আমাকে শিখিয়েছিলেন যে ঘোড়ার সঙ্গে বন্ধুত্ব করো, খাওয়াও, খুব মিষ্টি ব্যাপারটা। ওরা সবচেয়ে মিষ্টি প্রাণী। আমি মনে করি প্রথমে ওদের সঙ্গে বন্ধুত্ব করাটা অত্যন্ত জরুরি। ওরা শুধু ভালবাসার ভাষা বোঝে।'
'শামশেরা' ছবিতে বাণী কপূরকে সোনার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। প্রথমবার পর্দায় রণবীর কপূরের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে তাঁকে।
আরও পড়ুন: 7 Years of Baahubali: ৭ বছর পূরণ করল প্রভাস অভিনীত সুপারহিট 'বাহুবলী: দ্য বিগেনিং'
মুক্তি পেয়েছে 'ফিতুর'
'শামশেরা' ছবির নির্মাতারা সম্প্রতি প্রকাশ্যে এনেছেন রণবীর-বাণীর প্রেমকাহিনি। মুক্তি পেয়েছে ছবির গান 'ফিতুর'। গান গেয়েছেন অরিজিৎ সিংহ ও নীতি মোহন। গানের ভিডিও জুড়ে দুই তারকার রোম্যান্স নজরে পড়ে। কখনও বালিতে, কখনও জলের তলায়, তাঁদের উষ্ণ রোম্যান্স নজর কেড়েছে। আগামী ২২ জুলাই মুক্তি পাবে 'শামশেরা'। এর আগে 'ফিতুর' গান নিয়ে অভিনেতা বলেছিলেন, 'ফিতুর আমার পছন্দের গান। এটি একটি প্রেমের গান যা শুনে আশা করি শ্রোতারাও প্রেমে পড়বে।'