মুম্বই: অবশেষে নিজের ৪০ বছরের পুরনো চোখের সমস্যা নিয়ে মুখ খুললেন বলিউডের 'এভারগ্রিন' নায়িকা জিনত আমন (Zeenat Aman)। সোশ্যাল মিডিয়ায় লিখলেন লম্বা পোস্ট। ধীরে ধীরে হলেও সেরে উঠছেন তিনি, পরিষ্কার হচ্ছে ক্ষীণ হতে থাকা দৃষ্টিশক্তি (clear vision)। অভিনেত্রীর পোস্টে ভালবাসা উপুড় করে দিলেন ইন্ডাস্ট্রির বাকিরা। কী হয়েছিল জিনত আমনের? কেন এতদিন পর চিকিৎসা করালেন?


বহুদিনের চোট সারাতে চোখে করালেন অস্ত্রোপচার, সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠি জিনত আমনের


প্রায় চার দশক পুরনো চোট। চোখে মারাত্মক চোটের থেকে 'টোসিস' (Ptosis) নামক রোগে আক্রান্ত হওয়া, যার ফলে ঝুঁকে পড়ছিল চোখের ওপরের পাতা। ফলস্বরূপ বাধা পেতে থাকে দৃষ্টিশক্তি। অবশেষে আধুনিক চিকিৎসা পদ্ধতির সৌজন্যে, অস্ত্রোপচারের সাহায্যে আপাতত সুস্থ আছেন তিনি। ফিরছে দৃষ্টিশক্তি। সোশ্যাল মিডিয়ায় জানালেন গোটা ঘটনা। 


এর আগে জিনত আমন জানিয়েছিলেন তাঁর কঠিন বিয়ে প্রসঙ্গে। সঞ্জয় খানের সঙ্গে বৈবাহিক সম্পর্কে থাকার সময় স্ত্রীকে মারধর করতেন বলে অভিযোগ ওঠে। যদিও অভিনেত্রী জানান যে সেই সময়ের কোনও স্মৃতি তিনি মনে রাখতে চান না। সেই সময় শোনা যায়, কোনও এক ইভেন্টে, অভিনেতা ও পরিচালক সঞ্জয় খান সকলের সামনেই মারধর করেন জিনত আমনকে। যদিও সম্প্রতি এক পডকাস্ট শোয়ে সঞ্জয় খান জানান তিনি কোনওদিনই জিনত আমনকে 'থাপ্পড়' মারেননি এবং একইসঙ্গে এও জানান অভিনেত্রীর চোখের যে চোট তা তাঁদের 'বংশগত'। 


তবে কারণ যাই হোক, অনুরাগীদের কাছে এটাই সুখবর যে সেরে উঠছেন জিনত আমন। অভিনেত্রী এদিনের পোস্টে জানান, চলতি বছরের ১৮ মে একটি শ্যুটিং সারার পর ১৯ মে সকালে তাঁকে খারের হিন্দুজা হাসপাতালে ভর্তি করান জাহান ও কারা। তিনি লেখেন, 'গত ৪০ বছর ধরে আমার সঙ্গে এক দৈত্যাকার হাতির বসবাস। সময় এসে গেছে তাকে প্রস্থানের দরজা দেখিয়ে দেওয়ার। আমার একটা সমস্যা আছে যার নাম 'টোসিস' - কয়েক দশক আগের একটি চোটের ফল, যার জন্য আমার চোখের পাতা ধীরে ধীরে ঝুঁকতে শুরু করে। কিছু বছর আগে সেটায় এতই বাড়াবাড়ি হয় যে আমার দৃষ্টিশক্তি বাধাপ্রাপ্ত হতে থাকে।' 


জিনত আমন লিখে চলেন, যখন কারও কর্মজীবনের বেশিরভাগই নির্ভর করে তাঁকে কেমন দেখতে তার ওপর, তখন এই নাটকীয় পরিবর্তন সহ্য করা খুবই কঠিন হয়ে পড়ে। তিনি বলেন, 'আমি জানি এই 'টোসিস'-এর ফলে আমার সুযোগ কমতে থাকে এবং আমি একাধিক অবাঞ্ছনীয় নজরের বিষয় হয়ে উঠি। কিন্তু সমস্ত গসিপ, মন্তব্য ও প্রশ্ন সত্ত্বেও আমি কোনওদিন হার মানিনি। যে কয়েকজন প্রতিভাবান মানুষেরা আমার পাশে ছিলেন এবং তখনও আমার সঙ্গে কাজ করতে রাজি হয়েছিলেন তাঁরা সত্যিই আমাকে সাহায্য করেছিলেন।'


 






অভিনেত্রী জানান সেই সময় ও তার কয়েক দশক পরেও যে চিকিৎসা তাঁর কাছে উপলব্ধ ছিল সেসবই অসফল। এই বছরে এক প্রথম সারির চক্ষু বিশেষজ্ঞ তাঁকে আশ্বস্ত করেন এবং জানান যে আধুনিক চিকিৎসাবিজ্ঞানের সাহায্যে নুইয়ে পড়া চোখের পাতা তোলা সম্ভব যাতে তাঁর দৃষ্টিশক্তি আগের থেকে ভাল হয়। মনে মনে প্রচণ্ড ভয় নিয়ে, একাধিক পরীক্ষা-নিরীক্ষার পর অবশেষে তিনি অস্ত্রোপচার করাতে রাজি হন। অভিনেত্রী পোস্টেই জানা যে সেরে উঠছেন তিনি। দ্রুত নয়, ধীরে ধীরে, তবে আশার কথা তাঁর দৃষ্টিশক্তি ফিরে আসছে। সবশেষে পরিবার ও ডাক্তারদের অশেষ ধন্যবাদ জানিয়েছেন জিনত।


আরও পড়ুন: Katrina Kaif: রশ্মিকার পর ক্যাটরিনা, 'ডিপফেক' ছবি ভাইরাল হল পর্দার জোয়ার


জিনত আমনের পোস্টে তাঁর দ্রুত আরোগ্য কামনা করে ভালবাসা জানিয়েছেন অভয় দেওল, রীতেশ দেশমুখ, মণিশা কৈরালা, কাজল, ফারহা খান, শিবানি দাণ্ডেকর, দিয়া মির্জা প্রমুখ একাধিক তারকা। সকলের মুখে একটাই কথা, 'তুমি সবসময়েই সুন্দর'। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial