মুম্বই: রাখী সবন্ত (Rakhi Sawant) ও তাঁর স্বামী আদিল দুরানির (Adil Durrani) মধ্যে সমস্যা ক্রমশ বেড়েই চলেছে। একে অপরের বিরুদ্ধে বিস্ফোরক সমস্ত অভিযোগ দায়ের করেছেন। আর এবার তো পরিস্থিতি আইনের হাতে গিয়ে পৌঁছেছে। রাখীর দায়ের করা এফআইআরের ভিত্তিতেই পুলিশ গ্রেফতার করেছে আদিলকে। সম্প্রতি রাখীর ভাই রাকেশ জানালেন, তাঁদের মায়ের মৃত্যুর দিন আদিল নাকি মারাত্মকভাবে মেরেছিলেন রাখীকে।
রাখীকে প্রহার করেন আদিল, দাবি অভিনেত্রীর ভাইয়ের-
মঙ্গলবার পাপারাজ্জিদের পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয় নেট দুনিয়ায়। সেখানে দেখা যায়, সংবাদমাধ্যমের কাছে রাখী সবন্ত জানাচ্ছেন যে, তাঁর স্বামী ফের তাঁর সঙ্গে সমস্ত সমস্যা মিটিয়ে নিতে চাইছেন। মুম্বই পুলিশের হাতে আটক হওয়ার পরই রাখীর সঙ্গে 'প্যাচ আপ' করতে চাইছেন তিনি। রাখী বলেন, 'তদন্ত চলছে। ওর ফোন এবং বিবৃতি পুলিশের কাছে রয়েছে। আমাকে ভিতরে আদিল বলছে যে, আমার সঙ্গে প্যাচ আপ করে নাও। হাত পা ধরে অনুরোধ করছে। কিন্তু আমি ওকে ক্ষমা করব না।'
আরও পড়ুন - Sidharth Kiara Wedding: কবে সন্তান আসবে সিদ্ধার্থ-কিয়ারার? জানিয়ে দিলেন জ্যোতিষী
সেই একই অ্যাকাউন্ট থেকে আরও একটি ভিডিও পোস্ট করা হয়েছে। এবার সেখানে উঠে এসেছে রাখীর ভাই রাকেশ সবন্তের বিবৃতি। রাকেশ বলছেন, 'আমাদের মায়ের মৃত্যুর দিন আদিল রাখীকে নির্মমভাবে মেরেছিল। আমরা যখন রাতে মায়ের সম্পর্কে কথা বলি, ও বলে তেমন কিছুই হয়নি। ফের রাখীকে মারে ও। আমরা এবং আমাকে কাকা, কাকিমারা সকলেই খুব রেগে ছিলাম। আমরা রাখীকে বলেছিলাম যে, কুপার হাসপাতালে যেতে চিকিতসার জন্য। আমরা ওকে সেখানে নিয়ে যাই, আর সবরকম চিকিতসা করাই। ওর গায়ে এত কালশিটে পড়ে গিয়েছিল যে আর মারের দাগ ছিল, যা দেখে আপনারাও কাঁদতে শুরু করে দেবেন। ও যেদিন রাখীর গায়ে হাত তোলে সেদিন আমি ওর সঙ্গে কথা বলি, আমার কাকা কথা বলে। আমার পরিবারের লোকেরাও ওর সঙ্গে কথা বলে।'
তিনি আরও বলছেন, 'সেদিন ও খুব খারাপভাবে আমাদের সঙ্গে কথা বলেছিল যে, এটা নাকি ওদের ব্যক্তিগত ব্যাপার। এটা কোনও ব্যক্তিগত ব্যাপার হতে পারে না যে, তুমি কোনও মহিলার গায়ে হাত তুলছ। ও জন্তুর মতো আচরণ করছিল। ও রাখীর কাছ থেকে টাকা নিয়েছিল। যা দুবাইয়ে রাখা রয়েছে। ও সম্পত্তি থেকে টাকা নিয়েছিল। আমি ওকে বারণও করেছিলাম। দুবাই থেকে আদিল আমাকে ফোন করেছিল। আমি ওকে বলেছিলাম যে, তুমি যা কিছু করতে পারো, কিন্তু তা নিজের টাকা দিয়ে করো। তুমি রাখীর টাকা কেন নিচ্ছো! তুমি যদি দুবাইয়ে কোনও সম্পত্তি কিনতে চাও, তাহলে নিজের টাকায় কেনো।'
মঙ্গলবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রাখী বলছেন, 'আজ সকালেও আদিল আমার বাড়িতে এসেছিল আমাকে মারতে। আমি সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করি। হাতে করে খাবার খাইয়ে দিলেই সব ঠিক হয়ে যায় না। আমার মা ফিরে আসবে না।'