Weather Update: শীত এখন অতীত কথা। আজ সকাল থেকেই বেড়ে যাবে দুই দিনাজপুরের তাপমাত্রা। হাওয়া অফিস বলছে, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সকাল ৮ টার মধ্যেই ১৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে তাপমাত্রা। দক্ষিণেও হতে পারে একই পরিস্থিতি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি বা তার বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।


বুধবার থেকেই গরমের সঙ্গে ঘামের সাক্ষী হতে পারে দুই দিনাজপুর।মেঘ বা বৃষ্টির সম্ভাবনা নেই। দিনভর পরিষ্কার আকাশ থাকবে দুই জেলায়। সঙ্গে সঙ্গী হবে গরম ও আদ্রতা। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আর হিমেল হাওয়া পাওয়া যাবে না জেলায়। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৮-২৯ ডিগ্রি সেলসিয়াস।


হাওয়া মোরগ বলছে, সকাল ৬ টা নাগাদ ১৩ ডিগ্রি তাপমাত্রা থাকবে দুই দিনাজপুরে। দুপুর তিনটের আগেই জেলার সর্বোচ্চ তাপমাত্রা হবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। সেই ক্ষেত্রে গরমের সঙ্গে দোসর হবে বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ। ৯৩-৯৫ শতাংশের মধ্যে থাকবে আদ্রতার পরিমাণ। অন্তত তেমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।


 চলতি সপ্তাহে রাজ্যেও তাপমাত্রার পারদ আরও বাড়বে। পাকাপাকিভাবে বিদায় নেবে শীত। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় গরম পড়তে শুরু করেছে। সঙ্গে সঙ্গী হচ্ছে ঘাম ও আদ্রতা। গত কয়েক দিনে তাপমাত্রা বেড়েছে ২-৩ ডিগ্রি।  আজ সকালে দুই জেলার সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৩ ডিগ্রি সেলসিয়াস। 


• দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস।
• কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস।
• কোচবিহার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। 
• জলপাইগুড়ি সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।
• আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস।


দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা


• পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস।
• বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস।
• বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ২৮  ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস।
• নদিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস।
• পশ্চিম মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ডিগ্রি সেলসিয়াস।
• বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি