কলকাতা: আজ দিনভর চর্চায় রইল প্রভাস (Prabhas), কৃতি শ্যানন (Kriti Shabnon) ও সইফ আলি খান (Saif Ali Khan) অভিনীত 'আদিপুরুষ' (Adipurush)। মুক্তির আগে থেকেই এই ছবি ছিল চর্চার কেন্দ্রবিন্দুতে। কখনও এই ছবি যেমন চর্চায় এসেছে ভুল তথ্য পরিবেশনের অভিযোগে, কখনও আবার চর্চিত হয়েছে খারাপ ভিএফএক্সের কারণে। কিন্তু তারপরেও এই ছবি নিয়ে দর্শকদের প্রত্যাশা ছিল না এমনটা বলা যায় না। ছবি মুক্তির আগেই বিক্রি হয়েছিল রেকর্ড পরিমাণ টিকিট। তবে প্রথম দিনের শো দেখে হতাশ হয়েই ফিরতে হল অনুরাগীদের। গল্প বলার বাঁধুনি থেকে শুরু কের কোটি কোটি টাকার ভিএফএক্স, মন ছুঁতে পারল না কিছুই। সোশ্য়াল মিডিয়ায় প্রথম দিনের শো দেখার পরেই চূড়ান্ত ট্রোলিংয়ের মুখে পড়ল ওম রাউতের এই ছবি। 


আজ শো শুরু হওয়ার পরেই দফায় দফায় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ছবির বিভিন্ন ক্লিপিংস। আর সেখানে চূড়ান্ত ট্রোলিং করা হয়েছে একাধিক সংলাপ নিয়ে। হিন্দিতে প্রভাস বা কৃতির সংলাপকে 'টাপোরি' বলে উল্লেখ করেছেন অনেকেই। নেটিজেনদের মধ্য়ে কেউ কেউ আবার মজা করে এও লিখেছেন, 'আদিপুরুষের টিম কি ব্রহ্মাস্ত্র ছবিটার টিমের কাছে অনুরোধ করেছিল সংলাপ লিখে দেওয়ার জন্য!' শুধু সংলাপই নয়, চূড়ান্ত ট্রোলিং হয়েছে ছবির ভিএফএক্সের কাজও। এই ছবিতে যে কোটি কোটি টাকা খরচ করে স্পেশাল এফেক্টসের কাজ করা হয়েছে, প্রচারের সময় তা বারংবার তুলে ধরা হয়েছে। সম্ভবত সেই কারণেই দর্শকদের মধ্যে এই ছবি ভিএফএক্সের বিষয়টি নিয়ে উচ্চাকাঙ্খা তৈরি হয়েছিল। তবে কার্যত জলে গেল সমস্ত প্রচার। যুদ্ধের দৃশ্য থেকে শুরু করে রাজপ্রাসাদ বা অন্যান্য স্পেশাল এফেক্টসও মোটেই মনে ধরল না দর্শকদের। অনেকে আবার এই ছবিকে তুলনা করে বসলেন রামানন্দ সাগরের রামায়ণের সঙ্গে। তাঁদের মতে, কতটা পুরনো সময় দাঁড়িয়েও ধারাবাহিকের রামায়ণ এর থেকে অনেক জমাটি ছিল। অনেক জায়গা থেকে আবার অভিযোগ উঠল তথ্য বিকৃতিরও।


তবে প্রশংসিত হয়েছে অভিনেতা অভিনেত্রীদের অভিনয়। তাঁরা নিজেদের নিজেদের জায়গায় চেষ্টা করেছেন নিজেদের সেরাটা দেওয়ার। প্রথমদিনে এই ছবি চূড়ান্ত সমালোচিত ও ট্রোলিং হওয়ার পরে বক্সঅফিসে কতটা ব্যবসা করতে পারবে সেই উত্তর দেবে সময়। ছবির পরিচালক ও অভিনেতা অভিনেত্রীরা অবশ্য ছবিটি নিয়ে যথেষ্ট আশাবাদীই। 


আরও পড়ুন: Do You Know: 'ঘরে বসে আয়' করতে গিয়ে সর্বস্বান্ত ? সমাধানের পথ দেখাল কলকাতা পুলিশ


আরও পড়ুন: Make Your Life Better: প্রতিদিনের ইঁদুরদৌড়ে ক্লান্ত? জীবনযাপনে আনুন এই সহজ পরিবর্তন