কলকাতা: তাঁর গান মনে শান্তি আনে.. ভরিয়ে তোলে ভাললাগায়। কিন্তু হঠাৎ ছেদ পড়েছে সেই সুরমূর্ছনায়। সোশ্যাল মিডিয়ায় নিজের অসুস্থতার খবর শেয়ার করেছেন সঙ্গীতশিল্পী অদিতি মুন্সী (Aditi Munshi)। গলায় সংক্রমণ হওয়ার ফলে, চিকিৎসকের পরামর্শে শো বাতিল করতে হয়েছে তাঁকে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেই খবরই জানিয়েছেন অদিতি। 


সোশ্যাল মিডিয়ায় আজ একটি পোস্ট করে অদিতি লেখেন, 'শারীরিক অসুস্থতার কারণে নভেম্বর মাসের পূর্বনির্ধারিত অনুষ্ঠানগুলি বাতিল করতে বাধ্য হচ্ছি। অনুষ্ঠানের কর্মকর্তা ও শ্রোতাবন্ধুদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আমার স্থির বিশ্বাস আপনাদের ভালোবাসায় ও আশীর্বাদে খুব তাড়াতাড়ি আবার আপনাদের গান শোনাতে ফিরে আসব।' সেই সঙ্গে অদিতি ছবির মধ্যে কয়েকটি লাইন লিখে দিয়েছেন। সেখানেই বিস্তারিত রয়েছে তাঁর অসুস্থতার কথা। 


অদিতি জানিয়েছেন, শরীর অসুস্থ থাকা সত্ত্বেও মনের জোরে তিনি ভেবেছিলেন অনুষ্ঠান করবেন। আসলে দীর্ঘদিন আগে থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয় বলেই শিল্পী চেয়েছিলেন সেগুলি করতে। তবে মনের জোরে বাধ সেধেছে শরীর। কথাও বলতে পারছেন না তিনি। আর তাই, চিকিৎসকের পরামর্শে আপাতত গান গাওয়া স্থগিত রেখেছেন শিল্পী। ডানকুনি, চন্দননগর, কদমপুর ও বাবুঘাটে শো করার কথা ছিল শিল্পীর। সবকটিই বাতিল করতে হয়েছে তাঁকে। তবে সেই সঙ্গে অদিতি ভরসা দিয়েছেন, তিনি খুব তাড়াতাড়িই ফিরে আসবেন মঞ্চে, শোনাবেন হরিনাম।


শিল্পী হওয়ার পাশাপাশি অদিতি বিধায়কও। রাজনৈতিক দায়িত্ব রয়েছে তাঁর। তবে রাজনীতি ও গান দুইই সমান দক্ষতার সঙ্গে চালিয়ে এসেছেন অদিতি। তিনি মূলত কীর্তন ও ভক্তিগীতি নিয়েই কাজ করেন। কালীপুজোর সময় জি বাংলা সিনেমায় একটি বিশেষ অনুষ্ঠান করেছিলেন অদিতি। বাংলায় কবে শুরু হয়েছে কালীমূর্তি স্থাপন করে কালী পুজো? কালীমূর্তি, সাধকদের কালী সাধনা আর বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা নানা মন্দিরের অজস্র কাহিনি শুনিয়েছিলেন অদিতি মুন্সি, শুধুমাত্র জি বাংলা সিনেমায়। কোথায় দেবীমূর্তি নাচের ভঙ্গিমায় থাকেন? কোথায়ই বা দেবীকে ক্ষ্যাপাকালী বলা হয়? এসব কাহিনিই শুনিয়েছিলেন অদিতি মুন্সি


 






আরও পড়ুন: Khoraj Mukherjee Excusive: মোটা হয়েছি, চুল উঠে গিয়েছে.. এতদিন পরে আমায় মুখ্যচরিত্রে নিলি? অবাক হয়েছিলেন খরাজ