Poco Smartphone: পোকো এক্স৬ নিও (Poco X6 Neo) ফোন সম্ভবত খুব তাড়াতারি ভারতে লঞ্চ হতে চলেছে। পোকো সংস্থা অবশ্য আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। তবে অনলাইনে যা তথ্য ফাঁস হয়েছে তার থেকে অনুমান পোকো এক্স৬ নিও ফোন ভারতে লঞ্চ হতে চলেছে বেশ তাড়াতাড়িই। শোনা যাচ্ছে রেডমি নোট ১৩আর প্রো (Redmi Note 13R Pro) ফোনের রি ব্র্যান্ডেড ভার্সান হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে পোকো এক্স৬ নিও ফোন। সম্প্রতি রেডমি নোট ১৩আর প্রো লঞ্চ হয়েছে রেডমি নোট ১২আর প্রো ফোনের সাকসেসর মডেল হিসেবে। বলা হচ্ছে, পোকোর এই ফোন প্রথম 'নিও' মডেল হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে। শোনা গিয়েছে, রেডমি নোট ১৩ মডেলের মতোই স্পেসিফিকেশন থাকতে চলেছে পোকো এক্স৬ নিও ফোনে। প্রসঙ্গত উল্লেখ্য, রেডমি নোট ১৩ প্রো মডেলের সঙ্গেই লঞ্চ হয়েছে এই বেস মডেল। 


পোকো এক্স৬ নিও ফোনের সম্ভাব্য ক্যামেরা স্পেসিফিকেশন


এই ফোনে ৫০ মেগাপিক্সেলের একটি ক্যামেরা সেনসর থাকার কথা শোনা গিয়েছে। তার সঙ্গে ৬৪ মেগাপিক্সেল অথবা ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। 


রেডমি নোট ১৩আর প্রো


চিনে ইতিমধ্যেই এই ফোন লঞ্চ হয়েছে। ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে এই ফোন লঞ্চ হয়েছে চিনে। এখানে রয়েছে ৬.৬৭ ইঞ্চির OLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোনে একটি মিডিয়াতেক ডিমেনসিটি ৬০৮০ প্রসেসর। অ্যান্ড্রয়েড ১৩ বেসড  MIUI 14- এর সাহায্যে পরিচালিত হবে ফোন। এখানে রয়েছে ৫০০০ এমএএইচের একটি ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। রেডমির এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের শুটার। আর ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এছাড়াও ইউজারদের নিরাপত্তার জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। 


ওয়ানপ্লাসের নতুন ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হতে চলেছে চিনে


এবার লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস ১২। আগামী ৪ ডিসেম্বর এই ফোন চিনে লঞ্চ হবে। ভারতে এই ফোন লঞ্চ হবে কিনা, হলে কবে হবে, সেই বিষয়ে কিছু জানা যায়নি এখনও। ওয়ানপ্লাস সংস্থা তাদের আসন্ন ফ্ল্যাগশিপ ফোন সম্পর্কে বিশদে কিছু না জানালেও সম্ভাব্য কিছু ফিচার এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। যেমন শোনা যাচ্ছে, ওয়ানপ্লাস ১২ ফোনে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট থাকতে পারে। এর পাশাপাশি আবার শোনা গিয়েছে, গেম খেলা হোক কিংবা জটিল ও ভারী কাজ- সবেতেই দুর্দান্ত পারফরম্যান্স দেবে ওয়ানপ্লাসের আসন্ন মডেল। ১৬ জিবি র‍্যাম এবং ১ টিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে ওয়ানপ্লাস ১২ ফোনে। 


আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে এআই চ্যাটের শর্টকাট, আসছে স্টেটাস ফিল্টারও, নতুন পরিষেবায় কী কী সুবিধা?