মুম্বই: সদ্য বিয়ে করেছেন। স্ত্রী শ্বেতার সঙ্গে থাকবেন বলে মুম্বইয়ে নতুন বাড়ি কিনেছেন বিখ্যাত গায়ক উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণ। তাঁর এই নতুন বাসস্থানের দাম নিয়ে জল্পনা তৈরি হয়। সংবাদমাধ্যমের একাংশ দাবি করে, এই বাড়ির দাম চার কোটি টাকা। তবে আদিত্য নিজে সেই জল্পনা উড়িয়ে দিয়ে বলেছেন, ‘হা হা। এত কম দাম? বাজারদর কম লিখেছেন আপনারা। আমাকে ১০.৫ কোটি টাকা দিতে হয়েছে। আমি ছোটবেলা থেকেই কাজ করছি।’

কয়েকদিন আগেই দীর্ঘদিনের বান্ধবী শ্বেতা অগ্রবালের সঙ্গে বিয়ে করেছেন আদিত্য। মুম্বইয়ের জুহুর ইসকন মন্দিরে পরিবারের লোকজন ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাঁরা আনুষ্ঠানিকভাবে গাঁটছড়া বাঁধেন। এই তারকা জুটির বিয়ের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এরই মধ্যে বিশেষ একটি ভিডিও নজর কেড়ে নিয়েছে। সেই ভিডিওতে আদিত্যকে ইসকন মন্দিরে যাওয়ার পথে রূপান্তরকামীদের আশীর্বাদ নিতে দেখা দিয়েছে। এই ভিডিওটি তাঁর অনুরাগীদের মন ছুঁয়ে গিয়েছে। বিয়ের আগে রূপান্তরকামীদের আশীর্বাদ  নিয়ে মন্দিরে যান আদিত্য। সেখানেই শ্বেতার সঙ্গে বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ হয়।

ভিডিওতে আদিত্য নারায়ণকে একটি গাড়িতে বসে থাকতে দেখা গিয়েছে। বিয়ের অনুষ্ঠানের জন্য তিনি যাচ্ছিলেন ইসকন মন্দিরে। রাস্তায় যানজটে তাঁর গাড়ি থমকে যায়। গাড়ি থামতেই দেখা যায়, একদল রূপান্তরকামী এগিয়ে আসছেন তাঁর দিকে। তাঁরা গাড়ির সামনে এগিয়ে এসে বরকে তাঁর দাম্পত্য জীবনের  শুভকামনা জানান।

বিয়ের পর স্ত্রীর সঙ্গে এখন নতুন বাড়িতেই থাকছেন আদিত্য। তাঁরা কয়েকদিন পরেই মধুচন্দ্রিমায় যাবেন। তার আগে নতুন বাড়ি সাজিয়ে নিচ্ছেন। একটি সাক্ষাৎকারে স্ত্রী সম্পর্কে আদিত্য বলেছেন, ‘আমার স্ত্রী অত্যন্ত অলস। ওর কোনও উচ্চাকাঙ্খা নেই। ও কিছু না করেই সারাদিন কাটিয়ে দিতে পারে। তবে ও অত্যন্ত বুদ্ধিমতী। ও যেটা করতে চায়, সেটা খুব ভালভাবে করে। ওর যেটা পছন্দ, সেটা করতেই পারে। আমার কোনও আপত্তি নেই। ও কেরিয়ার নিয়ে কিছু ভাবছে কি না আমি জানি না। আমরা এতদিন একসঙ্গে থেকেছি, এখন আর ৩৬৫ দিন বা সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা একসঙ্গে থাকার বিষয়ে আগ্রহ নেই। তবে এমন নয় যে আমি সারা বছর ওর সঙ্গে থাকতে চাই না। আমি সেটা চাই। সময়, একসঙ্গে থাকা বা ঘনিষ্ঠতা ওর প্রতি আমার অনুভূতি ম্লান করে দিতে পারেনি।’

আদিত্য আরও জানিয়েছেন, ‘করোনা আবহে আগামী এক বছর আমি বাড়ি থেকেই কাজ করব। তাতে কোনও সমস্যা নেই। আমি গান ছাড়া অন্য কিছু নিয়ে থাকি না। কিন্তু শ্বেতা পুরো আলাদা। ও কেমিক্যাল ইঞ্জিনিয়ার। এছাড়া ও অভিনয়ও করেছে। এখন ও ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করছে। ও মূলত পুরুষদের পোশাক তৈরি করে। ও জৈব চাষ করতে চায়। আমারও এ বিষয়ে আগ্রহ রয়েছে।