প্রীতির নতুন বন্ধু...
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 May 2016 09:06 AM (IST)
নয়াদিল্লি: স্বামী জিন গুডএনাফের সঙ্গে হৃষিকেশে ছুটি কাটাতে গিয়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টা। সেখানেই এক নতুন বন্ধুর সঙ্গে পরিচয় হয়েছে প্রীতির। এক ময়ূর। নির্ভয়ে প্রীতির হাত থেকে এসেই খাবার খেয়ে যাচ্ছে সে। ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন প্রীতি... প্রসঙ্গত, বিয়ের এতদন পর দেশে রিসেপশনের আয়োজন করেন প্রীতি। স্বামী জিন ছাড়াও দেশে এসেছেন তাঁর শ্বশুড় বাড়ির লোকজন। ভারতের বিভিন্ন জায়গা যেমন, দিল্লি, আগরায় সপরিবারে বেড়াতে গিয়েছেন তাঁরা।