নয়াদিল্লি: ১২ নভেম্বর মুক্তি পেতে চলেছে সলমন খান (Salman Khan) ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) অভিনীত বহু প্রতীক্ষিত ছবি 'টাইগার ৩' (Tiger 3)। দীপাবলির আবহে বড় মুক্তি এটাই। যশ রাজ ফিল্মস প্রযোজিত (Yash Raj Films) এই ছবির টিকিটের অগ্রিম বুকিং শুরু হচ্ছে কবে থেকে? কখন থেকে শুরু হবে প্রথম শো? রইল তথ্য।
'টাইগার ৩' ছবির অগ্রিম বুকিং শুরু কবে থেকে?
যশ রাজের স্পাই ইউনিভার্সের (YRF Spy Universe) পরবর্তী ছবি 'টাইগার ৩'। আগামী ৫ নভেম্বর থেকে শুরু হয়ে যাবে ছবির টিকিটের অগ্রিম বুকিং (advance booking)। টিকিটের চাহিদা এতটাই বেশি যে শোনা যাচ্ছে সকাল ৭টা থেকে শো রাখা হবে প্রেক্ষাগৃহে।
একটি বিবৃতি প্রকাশ করে তাতে বলা হয়, 'YRF ভারতে 'টাইগার ৩'-এর অগ্রিম বুকিং চালু করবে ৫ নভেম্বর থেকে। সিনেমাটি দীপাবলির ছুটিতে মুক্তি পাচ্ছে তাই সিনেমা হলগুলি তাড়াতাড়ি শো শুরু করার জন্য অনুরোধ করেছে কারণ YRF স্পাই ইউনিভার্সের অনুরাগীরা প্রদর্শকদের কাছে ইতিমধ্যেই অনুরোধ করেছেন স্পয়লার এড়াতে তাঁরা সকালের শো দেখতে চান।'
এই বিবৃতিতে আরও বলা হয়েছে, 'এই 'টাইগার ৩' দর্শকের জন্য একাধিক প্রিমিয়াম ফর্ম্যাটে দেখার সুযোগ করে দেওয়া হবে যেমন 2D, IMAX 2D, 4DX 2D, PVR P[Xl], DBOX, ICE এবং 4DE মোশন।' 'যশ রাজ ফিল্মস' প্রযোজিত এই ছবি 'YRF স্পাই ইউনিভার্স'-এর পঞ্চম ছবি। তালিকায় এর আগে চারটি রয়েছে 'এক থা টাইগার', 'টাইগার জিন্দা হ্যায়', 'ওয়ার' ও 'পাঠান'। এরপর তালিকায় যুক্ত হতে চলেছে 'টাইগার ৩'।
বছরের শুরুতে মুক্তি পাওয়া শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত 'পাঠান' ছবিতে সলমনের ক্যামিও ছিল। তেমনই 'টাইগার ৩' ছবিতেও 'পাঠান' কিং খানকে দেখতে পাওয়া যাবে। মণীশ শর্মা পরিচালিত এই ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ইমরান হাশমিকে। এই ছবিতে 'টাইগার' ধারা বজায় রেখে ফের জুটি বাঁধছেন সলমন খান ও ক্যাটরিনা কাইফ। ইতিমধ্যেই নজর কেড়েছে ট্রেলার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন