বলিউডের এই দুই তারকা অভিনেতাকে বহু বছর পর ফের এক ছাদের তলায় যে এনেছেন সেই পরিচালক হলেন উমেশ শুক্লা। ছবিটি একটি গুজরাতি নাটক 'সৌম্য জোশী' থেকে অনুপ্রাণিত। ছবির শ্যুটিং শুরু হয়েছে মুম্বইয়ে। এখানে দুই তারকাই গুজরাতির চরিত্রে অভিনয় করছেন। সেইজন্যে ছবিতে দুই অভিনেতাকে গুজরাতি বলতেও শোনা যাবে বলে জানাচ্ছেন ছবির পরিচালক। ছবির পুরো শ্যুটিংই হবে মুম্বইয়ে। জুলাইয়ের মধ্যে শ্যুট শেষ করার ইচ্ছে রয়েছে পরিচালকের।
অমিতাভ এবং ঋষি দুজনেই এর আগে তাঁদের বয়সের চেয়ে বেশি বৃদ্ধের চরিত্রে অভিনয় করেছেন এবং প্রশংসাও কুড়িয়েছেন। এবার এই রোম্যান্টিক কমেডির সৌজন্যে দুই মহাতারকার থেকে বিশেষ কিছু পাওয়ার অপেক্ষায় রইলেন দর্শকরা।