মুম্বই:  এই বছরে যে জুটির বিয়ে দেখার জন্যে, বিয়ের খবর শোনার জন্যে অগুনতি ভক্ত অপেক্ষা করছিল, সেই ঘটনাটি আচমকাই ঘটে গেল। দীর্ঘ একবছর ধরে নিজেদের পরিকল্পনা সকলের থেকে লুকিয়ে ইতালিতে স্বপ্নের বিয়েটি সেরে ফেললেন দেশের অন্যতম চর্চিত জুটি বিরুষ্কা।

বিয়ের পর তাঁরা ইওরোপের কোনও এক অজানা জায়গায় গিয়েছিলেন মধুচন্দ্রিমা সারতে। মধুচন্দ্রিমা থেকে নববধূ মিসেস কোহলি, মিস্টার কোহলির সঙ্গে তাঁদের একটি ছবি শেয়ারও করেন। এবার মধুচন্দ্রিমা সেরে আগামী ২১ ডিসেম্বর রিসেপশনের আগে দিল্লিতে এসেছেন বিরাট-অনুষ্কা। পরিবারের সঙ্গে একান্তে সময় কাটাতেও দেখা গিয়েছে নবদম্পতিকে। সোশ্যাল মিডিয়ার সৌজন্যে সে ছবিও ভাইরাল। পোস্ট-ম্যারেজ গ্লো ফেটে পড়ছে দুজনের মুখেই। ভারতীয় পোশাকে দেখা যাচ্ছে নবদম্পতিকে।