মুম্বই: বলিউডের ‘গোল্ডেন কাপল’ বলেই পরিচিত তাঁরা। কিন্তু তারকাদম্পতির মধ্যে সব কিছু ঠিক চলছে তো? এই প্রশ্নের উদ্রেক ঘটালেন খোদ কাজল এবং অজয় দেবগণ। বিয়ের ‘এক্সপায়ারি ডেট থাকা উচিত’ বলে জল্পনা উস্কে দিয়েছিলেন কাজল। ‘ভালবাসা অর্থহীন হয়ে পড়েছে’ বলে এবার সেই জল্পনা আরও বাড়িয়ে তুললেন অজয়। (Kajol-Ajay Devgn)

Continues below advertisement

টুইঙ্কল খন্নার সঙ্গে অ্যামাজন প্রাইম-এ Two Much নামের একটি টক শো সঞ্চালনা করছেন কাজল। সম্পর্ক, বিয়ে নিয়ে সেখানে নিজেদের মতামত তুলে ধরেছেন দুই নায়িকাই। সম্প্রতি সেখানেই বিয়ে নিয়ে বিশেষ টিপ্পনি করেন কাজল। তাঁর প্রশ্ন ছিল, “বিয়ের কী এক্সপায়ারি ডেট থাকা উচিত?” উত্তরে টুইঙ্কল বলেন, “না, বিয়ে কোনও ওয়াশিং মেশিন নয়।” (Bollywood News)

টুইঙ্কলের জবাবে পিছু হঠার পরিবর্তে কাজল যোগ করেন, “আমার তো এমনই মনে হয়। কী গ্যারান্টি আছে যে, সঠিক সময় সঠিক মানুষের সঙ্গেই বিয়ে হবে? পুনর্জীবন পাওয়ার উপায় থাকা দরকার, আর হ্যাঁ, এক্সপায়ারি ডেট থাকলে অন্তত দীর্ঘ সময় যন্ত্রণা সইতে হবে না কাউকে।”

Continues below advertisement

বিয়ের এক্সপায়ারি ডেট নিয়ে কাজল কেন এত তদ্বির করছেন, সেই নিয়ে গোড়াতেই প্রশ্ন ওঠে। অজয়ের সঙ্গে তাঁর বিবাহিত জীবন নিয়েও কাটাছেঁড়া শুরু হয়। কারণ অজয়ের সঙ্গে বিয়ের পর অন্য কারও সঙ্গে কাজলকে ঘিরে কোনও গুঞ্জন শোনা না গেলেও, অজয়কে নিয়ে কম কানাঘুষো নেই মায়ানগরীতে। তাই নিজের বিবাহিত জীবনের অভিজ্ঞতা থেকেই কাজল এই ধরনের মন্তব্য করছেন কি না, প্রশ্ন তোলেন অনেকেই। 

আর সেই আবহেই জল্পনায় নয়া মাত্রা যোগ করেছেন অজয়। একটি সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা যায়, “আমার মতে, (ভালবাসা) এখন জলভাত হয়ে গিয়েছে। অপ্রয়োজনে এতবার ভালবাসা শব্দটি ব্যবহার করা হয়েছে, যে তা অর্থহীন হয়ে পড়েছে। আমাদের প্রজন্মের কাছে, ভালবাসি বলার আগে কাউকে পছন্দ হওয়ার ব্যাপার ছিল। আজকাল ওই শব্দের গভীরতাই বোঝে না মানুষ। যত্রতত্র ব্যবহার করে দেওয়া হয়।” আর সেই নিয়েই তারকাদম্পতির পারস্পরিক সমীকরণ নিয়ে চর্চা শুরু হয়েছে।

বেশ কিছু বছর আগে অজয়ের সঙ্গে নাম জড়ায় কঙ্গনা রানাউতের। শোনা যায়, 'ওয়ান্স আপঅন আ টাইম ইন মুম্বই' ছবির শ্যুটিংয়ের সময় অজয় ও কঙ্গনার মধ্যে ঘনিষ্ঠতা হয়। এর পর 'রাস্কেলস', 'তেজ' ছবিতেও একসঙ্গে কাজ করেন তাঁরা।  দু'জনের ঘনিষ্ঠতা নিয়ে সেই সময় মুখরোচক কাহিনি উঠে আসত নিত্যদিন। সেই নিয়ে কাজলের সঙ্গে তাঁর দাম্পত্য ভাঙার উপক্রম হয় বলেও শোনা যায়।