মুম্বই: রণবীর সিংহ, সম্প্রতি চর্চায় রয়েছেন সঞ্জয় লীলা বনশালির ‘পদ্মাবত’-এ তাঁর আলাউদ্দীন খিলজির চরিত্রের জন্যে। চরিত্রের নির্মমতা, নারীসঙ্গের প্রতি দুর্বলতা, সমকামিতা, সবই ফুটিয়ে তুলেছেন রণবীর। জিতেছেন মানুষের হৃদয়, সঙ্গে ছবিটিকে পৌঁছে দিয়েছেন দুশো কোটির ক্লাবে।
প্রসঙ্গত, মাত্র ৩২ বছর বয়সে, এর আগে কোনও বলিউড অভিনেতা এই মাইলস্টোন ছুঁতে পারেননি। রণবীরই হলেন সর্বকনিষ্ঠ অভিনেতা, যিনি এত কম বয়সে এই সাফল্য পেলেন, ফিল্ম ট্রেড অ্যানালিস্ট রমেশ বালা নিজের মাইক্রো-ব্লগিং সাইটে এই তথ্য দিয়েছেন। তিনিই তাঁর মাইক্রো-ব্লগিং সাইটে বলেছেন, এর আগে শাহরুখ খান-সলমন খানের কোনও ছবিই নায়কদের ৩২ বছর বয়সে দুশো কোটির ক্লাবে ঢুকতে পারেননি। এরমধ্যেই বনশালির এই ছবি ২১৯.৫০ কোটি টাকার ব্যবসা করেছে।
বহু বিতর্ক, বিক্ষোভ, আন্দোলনের পর পর্দায় মুক্তি পেয়েছে ‘পদ্মাবত’। ছবিতে আলাউদ্দীনের চরিত্রে রণবীরের অভিনয় যথেষ্ট প্রশংসা পেয়েছে। নিজের ব্যক্তিগত সাফল্যের সঙ্গে বনশালির সৃষ্টিকে যেভাবে আমজনতা গ্রহণ করেছে, তারজন্যে ভীষণই খুশি রণবীর। অভিনেতার কথায়, শুধু ভারত নয়, গোটা বিশ্ব বনশালির কাজকে স্বীকৃতি দিয়েছে।
৩২ বছরে রণবীর সিংহ যা পারলেন,শাহরুখ-সলমন কেউই পারেননি, সেটা কী জানুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Feb 2018 02:36 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -