নয়াদিল্লি: অঙ্কিত সাক্সেনার হত্যার ঘটনায় আরও একটি নতুন ভিডিও প্রকাশ্যে এল। দিল্লিতে অঙ্কিত হত্যা মামলায় এই ভিডিও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
১৪ সেকেন্ডের ওই ভিডিওটিতে অঙ্কিতের মাকে চিত্কার বলে বলতে শোনা গিয়েছে- 'কী হয়েছে'?
ওই ভিডিওতে দেখা গিয়েছে ২৩ বছরের অঙ্কিতকেও। তাঁকে ধরে রয়েছে তাঁর প্রেমিকার বাবা ও ভাই। শোনা গিয়েছে প্রশ্ন, 'বল,সে কোথায়'।
এর জবাবে অঙ্কিত বলেছেন, 'আমি কীভাবে জানব?'

পেশাদার ফটোগ্রাফার তথা শিল্পী অঙ্কিতকে গত বৃহস্পতিবার সন্ধেয় পশ্চিম দিল্লির খিয়ালা এলাকায় ছুরি মেরে হত্যা করা হয়।
ভিন ধর্মের একটি মেয়েকে ভালবেসেছিলেন ২৩ বছরের অঙ্কিত। সেই সম্পর্ক মেনে নিতে পারেনি মেয়েটির পরিবার। সেই কারণে বৃহস্পতিবার অঙ্কিতের বাড়ির সামনে তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে মেয়েটির পরিবারের বিরুদ্ধে। গ্রেফতার হয়েছে প্রেমিকার বাবা, মা এবং কাকা।
যে মেয়েটির সঙ্গে অঙ্কিতের সম্পর্ক ছিল, তিনি বলেছেন যে, তাঁরা বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু বাধা দেয় তাঁর পরিবার।