মুম্বই: সকালে দক্ষিণী মতে বিয়ে আর রাতে বাঙালি। রাতে ফের বাঙালি মতে সূর্য নাম্বিয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন মৌনী রায়। পান পাতায় মুখ ঢেকে সাত পাক ঘুরলেন অভিনেত্রী। হল মালাবদল, সিঁদুরদান।


এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় বিয়ের রাতের ছবি শেয়ার করে নেননি মৌনী। তবে প্রকাশ্যে এসেছে বিয়ের সাজে নায়িকার ছবি। লাল লেহঙ্গায় সেজেছিলেন মৌনী। মাথার ওড়নায় লেখা ছিল বলি অভিনেত্রী দীপিকা পাডুকোন-এর ছোঁয়া। দীপিকার মতো তাঁর ওড়নার পাড়েও লেখা ছিল 'সদা সৌভাগ্যবতী ভব:'


আজ সোশ্যাল মিডিয়ায় বিয়ের সকালের বেশ কিছু অনুষ্ঠানের ছবি ভাগ করে নিয়েছেন মৌনী। সাদা শাড়ি লাল পাড় আর ভারি গয়নায় সেজেছিলেন মৌনী। যেখানে বলিউডে ডিজাইনার সব্যসাচীর পোশাক পরার চল রয়েছে, সেখানে সবার উল্টো পথে হেঁটে মৌনী সাবেক শাড়ি বেছে নিয়েছিলেন। 


সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে মৌনী লেখেন, 'অবশেষে আমি তাকে পেলাম। হাতে হাত, পরিবার আর বন্ধুরা সবাই আমাদের আশীর্বাদ করলেন। আমরা আবার বিবাহিত হলাম। তোমাদের সবার ভালোবাসা চাই। সূর্য ও মৌনী।'


গতকাল মধ্যরাতে সোশ্যাল মিডিয়ায় সূর্যের সঙ্গে প্রথম ছবি ভাগ করে নিয়েছিলেন মৌনী। সোশ্যাল মিডিয়ায় সূর্ষের সঙ্গে একটি ছবি শেয়ার করে নেন মৌনী। সেখানে দেখা যাচ্ছে লাল ওড়নায় নিজেকে মুড়ে নিয়েছেন মৌনী। সালোয়ার কামিজের রঙও লাল। হাসি মুখে দুহাতে জড়িয়ে ধরে রয়েছেন সূর্য নাম্বিয়াকে। হাসি উপচে পড়ছে হবু বরের মুখেও। তিনিও ধরে রয়েছেন মৌনীকে। ক্যাপশানে মৌনী লিখেছেন, 'সবকিছু। হরি ওম। ওং নমঃ শিবায়।'


প্রসঙ্গত, মৌনী রায়কে শেষবার দেখা গিয়েছে ওটিটি প্ল্যাটফর্মের ছবি 'লন্ডন কনফিডেন্সিয়াল'-এ। ২০২০-র সেপ্টেম্বরে মুক্তি পায় সেই ছবি। ছোট পর্দা থেকে উঠে আসা মৌনী রায় নিজেকে ধারাবাহিকের চরিত্রেই সীমাবদ্ধ রাখেননি। বরং কাজ করেছেন বেশ কয়েকটি ছবিতে। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে 'ব্রহ্মাস্ত্র' ছবিতে। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ছবি 'ব্রহ্মাস্ত্র'তে মুখ্য চরিত্রে রয়েছেন রণবীর কপূর এবং আলিয়া ভট্ট। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চন. ডিম্পল কাপাডিয়ার মতো অভিনেতাদের।